Chandrayaan 3: চন্দ্রযানে যুক্ত বিজ্ঞানীদের বেতন নেই, বিধানসভায় সরব অরূপ, আলোচনায় না স্পিকারের

দিনরাত পরিশ্রম করে চন্দ্রযান ৩-এর সাফল্য এনে দেওয়া বিজ্ঞানীরা ১৭ মাস ধরে বেতন পাচ্ছেন না। এই অভিযোগ তুলে শুক্রবার বিধানসভায় সরব হলেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। মন্ত্রীর এই দাবির প্রতিবাদ জানান বিজেপি বিধায়করা।

এদিন বিধানসভার একেবারে শেষ লগ্নে বলতে ওঠেন মন্ত্রী। তিনি অভিযোগ তুলে বলেন,’যে বিজ্ঞানীদের সাফল্য নিয়ে আমরা আনন্দ করছি, গর্ব করছি। যারা দিনরাত পরিশ্রম করে চন্দ্রযান ৩-এর অভিযানকে সফল করছেন তারাই ১৭ মাস ধরে বেতন পাচ্ছেন না।’

মন্ত্রীর এই অভিযোগ শুনে প্রতিবাদ জানাতে থাকেন বিজেপি বিধায়করা। কিন্তু না থেমে মন্ত্রী নিজের যুক্তির সপক্ষে বলেন কয়েকটি সাংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে এই খবর।

মন্ত্রীর এই দাবিকে গুরুত্ব না দিয়ে স্পিকার বলেন, ‘এটা কেন্দ্রীয় সরকারের বিষয়। এখানে এসব নিয়ে আলোচনা করা যাবে না।’ কিন্তু অরূপ বিশ্বাস পাল্টা যুক্তি দিয়ে বলেন, ‘কেন আলোচনা করা যাবে না? আমরা বিজ্ঞানীদের সাফল্য নিয়ে চর্চা করছি, আর তাঁদের দুরাবস্থার কথা জানাতে পারব না।’ মন্ত্রীর দাবি, অবিলম্বে বিজ্ঞানীদের বকেয়া বেতন দেওয়া হোক। নজর দেওয়া হোক সংস্থার বাজাটে। মন্ত্রীর বলার সময়েই অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন স্পিকার।

তবে এদিন মন্ত্রী যাঁদের কথা বলতে চেয়েছেন তাঁর কেউ ইসরোর কর্মী নন। তাঁরা রাঁচীর হিন্দুস্থান ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের কর্মী। ওই সংস্থাই চন্দ্রযান ৩ লঞ্চপ্যাড তৈরি করেছে বলে সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। হিন্দুস্থান ইঞ্জিনিয়ারিংয়েই বিজ্ঞনীর ১৭ মাস বেতন পাচ্ছেন না।

পরে বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা বলেন, ‘সংবাদমাধ্যমে প্রকাশিত খবর কখনও প্রমাণ হতে পারে না। এ সব বিষয় নিয়ে আলোচনা না হওয়াই ভাল।’ অন্য এক বিজেপি বিধায়কের মতে, স্পিকার সঠিক অবস্থান নিয়েছেন।