পুজোর মুখে রাস্তার খানাখন্দের তালিকা পুরসভা ও পূর্ত দফতরকে পাঠাল কলকাতা পুলিশ

বর্ষা শুরু হলেই শহরের বহু রাস্তার বেহাল অবস্থা প্রকাশ্যে আসে। গত কয়েকদিনের বৃষ্টিতে শহরের বেশ কয়েকটি রাস্তা খারাপ হয়ে গিয়েছে। কোনও জায়গায় ছোট বড় গর্ত দেখা গিয়েছে, আবার একাধিক রাস্তায় পিচ উঠে গিয়েছে। সামনেই পুজো, ফলে রাস্তার উপর গাড়ির চাপ বেড়েছে। এই অবস্থায় অবিলম্বে রাস্তা মেরামত না করলে সেক্ষেত্রে দুর্ঘটনা ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। তাই রাস্তা মেরামতের আবেদন জানিয়ে পুরসভা এবং পূর্ত দফতরকে চিঠি দিল লালবাজার।

আরও পড়ুন: বর্ষার আগেই কলকাতার একাধিক রাস্তার মেরামতির কাজ শেষ করতে চায় পুরসভা

প্রাথমিকভাবে যে সমস্ত রাস্তার অবস্থা খারাপ সেগুলির তালিকা পাঠিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ। জানা গিয়েছে, শহরের বিভিন্ন রাস্তার ৩৮৫ টি জায়গার তালিকা চিঠিতে জানানো হয়েছে। পুজোর পরে আরও বেশ কিছু রাস্তার হাল দেখে চিঠি পাঠাবে লালবাজার। যে রাস্তা মেরামতের জন্য চিঠি পাঠানো হয়েছে তার মধ্যে কলকাতা বন্দর সংলগ্ন রাস্তার বেশ কিছু অংশের অবস্থা খারাপ। এ বিষয়ে কলকাতা পুলিশের এক আধিকারিক জানান, সামনে পুজো তাই তার আগেই রাস্তা মেরামত করার জন্য চিঠি পাঠানো হয়েছে। ইতিমধ্যে বেশ কিছু রাস্তায় মেরামত শুরু হয়েছে।

এর পাশাপাশি আরও যে সমস্ত রাস্তায় খানা খন্দ তৈরি হয়েছে তার মধ্যে রয়েছে দেশপ্রাণ শাসমল রোড, শ্যামাপ্রসাদ মুখার্জী রোড, ডায়মন্ড হারবার রোড, জেমস লং সরণী, চিত্তরঞ্জন অ্যাভিনিউ প্রভৃতি রাস্তা। আবার স্ট্যান্ড রোড, বিটি রোড, মহাত্মা গান্ধী রোড, চৌবাগা রোড, শিয়ালদা উড়ালপুলে রাস্তার অবস্থা খারাপ। সেখানে বিভিন্ন জায়গায় বৃষ্টির ফলে গর্ত দেখা দিয়েছে। কলকাতা পুলিশের তরফে সেই সমস্ত রাস্তার তালিকা পুরসভা এবং পূর্ত দফতরের কাছে পাঠানো হয়েছে। সেই তালিকায় রয়েছে পুরসভার ৩৫২ টি এবং পূর্ত দফতরের ৩২ টি রাস্তা।

এনিয়ে সম্প্রতি কলকাতা পুলিশ, পিডব্লুডি, কেএমডিএ ও অন্যান্য সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে কলকাতা পুরসভায় একটি বৈঠক হয়েছে। সেই বৈঠকে রাস্তা সংস্কার করার বিষয়ে পরিকল্পনা গ্রহণ করা হয়। বৈঠকে যৌথভাবে রাস্তাগুলি পরিদর্শন করে খতিয়ে দেখার পর প্রয়োজন অনুযায়ী সেগুলি মেরামত করা হবে বলে সিদ্ধান্ত হয়েছিল। 

বৈঠকে কলকাতা পুলিশের ট্র্যাফিক বিভাগকে খারাপ রাস্তার তালিকা দিতে বলেছিল পুরসভা। সেই অনুযায়ী খারাপ রাস্তার তালিকা পাঠিয়েছে কলকাতা পুলিশ।  উল্লেখ্য, খানা খন্দে ভর্তি এই রাস্তা মসৃণ করার লক্ষ্যে বর্ষার আগেই সংস্কারের কাজ শুরু করেছিল কলকাতা পুরসভা। রাস্তা মেরামত হলে দুর্ঘটনা কমবে বলেই মনে করছে কলকাতা পুলিশ।