২০ মার্কিন মেরিন সদস্যসহ অস্ট্রেলিয়ায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত

২০ জন মার্কিন মেরিন নিয়ে অস্ট্রেলিয়ার উত্তর উপকূলে বিধ্বস্ত হয়েছে যুক্তরাষ্ট্রের একটি সামরিক সামরিক বিমান। ‘অসপ্রে ভি-২২’ উদ্ধারে অভিযান শুরু হয়েছে। বেশ কয়েকজনকে বের করে আনা সম্ভব হয়েছে। খবর আল জাজিরা’র।

অস্ট্রেলিয়ার ব্রডকাস্টিং করপোরেশন (এবিসি) জানিয়েছে, ডারউইন থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরের মেলভিল দ্বীপের কাছে দুর্ঘটনার কবলে পড়ে সামরিক উড়োজাহাজটি। এটি অনেকটা হেলিকপ্টারের মতো দেখতে।

অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, পূর্ব তিমুর, ইন্দোনেশিয়া এবং ফিলিপাইনের অংশগ্রহণে একটি সামরিক অনুশীলন চলছিল।

ওই হেলিকপ্টারে কোনও অস্ট্রেলিয়ার সামরিক সদস্য ছিল না বলে নিশ্চিত করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী (এডিএফ)। এডিএফ বিবৃতিতে আরও জানিয়েছে, প্রাথমিক অবস্থায় পুরো বিষয়টি পর্যবেক্ষণ এবং হেলিকপ্টারের আরোহীদের নিরাপত্তা নিশ্চিত করাটা জরুরি। এ বিষয়ে বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।