Accident: ট্রাক্টরের চাকার মাঝে আটকে চালক, টেনে নিয়ে গেল বেপরোয়া ট্রাক, হাড়হিম ঘটনা…

হাড়হিম করা বললেও মনে হয় খুব কম বলা হয়। শনিবার পাঞ্জাবের হোসিয়ারপুরের ঘটনা। ট্রাক্টরের চাকার মাঝে আটকে গিয়েছিলেন এক চালক। এরপর তাঁকে টেনে প্রায় ৫০০ মিটার নিয়ে যায় অপর একটি ট্রাক। সূত্রের খবর, বালি বোঝাই ট্রাক্টরটি রাস্তা দিয়ে যাচ্ছিল। সেই সময় পাথর কাটার একটি মেশিন চাপিয়ে নিয়ে যাচ্ছিল একটি ট্রাক। সেটা ট্রাক্টরটিকে ধাক্কা দেয়। এরপর ট্রাক্টর চালক চাকার মাঝে কোনওভাবে আটকে যান। তাঁকে নিয়েই ট্রাকটি প্রায় ৫০০ মিটার এগিয়ে যায়। মৃত্যু হয়েছে ট্রাক্টর চালকের।

মৃতের নাম সুখদেব সিং। বয়স মাত্র ২১ বছর। তিনি কোনওভাবে ট্রাক্টরের চাকার মধ্য়ে আটকে গিয়েছিলেন। এরপর বেপরোয়া গতিতে আসছিল ট্রাকটি। সেটা ট্রাক্টরটিকে অনেকটা দূর টেনে নিয়ে যায়।

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, অত্যন্ত মর্মান্তিক এই দুর্ঘটনা। মৃতের শরীরের বিভিন্ন অংশ রাস্তায় ছিটকে পড়েছিল। তবে দুর্ঘটনার পরে ট্রাক চালক এলাকা ছেড়ে চম্পট দেয়।

এদিকে ঘটনার পর থেকেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। মৃতের দেহ আটকে রেখে দফায় দফায় অবরোধ চলতে থাকে। তাদের দাবি এই ঘটনায় অভিযুক্ত ট্রাক চালককে গ্রেফতার করতে হবে। প্রায় ৬ ঘণ্টা ধরে এই অবরোধ চলে। তবে পুলিশ আশ্বাস দিয়েছে অভিযুক্ত ট্রাক চালককে গ্রেফতার করা হবে। এরপরই বাসিন্দারা অবরোধ তুলতে রাজি হয়।

এদিকে ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। পুলিশ ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘাতক ট্রাকের চালককে খুঁজছে।