Asia Cup: আগরকরের মন্তব্যের পাল্টা হুঁশিয়ারি শাদাব খানের, বিরাট কি শুনতে পেলেন?

<p style="text-align: justify;"><strong>করাচি:</strong> এশিয়া কাপের (Asia Cup 2023) দামামা বেজে গিয়েছে। <a title="ভারতীয় দল" href="https://bengali.abplive.com/topic/indian-cricket-team" data-type="interlinkingkeywords">ভারতীয় দল</a> (Indian Cricket Team) তাদের অভিযান শুরু করতে চলেছে আগামী ২ সেপ্টেম্বর থেকে। আর প্রথম ম্যাচেই প্রতিপক্ষ পাকিস্তান। ২২ গজে চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দেশের লড়াই মানেই বাড়তি উত্তাপ ছড়াবেই। আর তার থেকে বড় কথা মাঠের লড়াইয়ের আগে শুরু হয়ে যায় মাঠের বাইরের লড়াই। যেই লড়াইয়ের আঁচ মিলেছিল প্রধান নির্বাচক অজিত আগরকরের মন্তব্যে। এবার তার পাল্টা হুঁশিয়ার দিয়ে দিলেন পাকিস্তানের তারকা অলরাউন্ডার শাদাব খান। <a title="এশিয়া কাপ" href="https://bengali.abplive.com/topic/asia-cup-2022" data-type="interlinkingkeywords">এশিয়া কাপ</a>ের স্কোয়াড ঘােষণার সময় ভারতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচককে প্রশ্ন করা হয়েছিল যে পাকিস্তানের পেস ফলা হ্যারিস রউফ, শাহিন আফ্রিদিদের কীভাবে সামলাবে ভারতীয় ব্যাটিং লাইন আপ। তার উত্তরে আগরকর বলেছিলেন যে বিরাট কোহলি সেই দায়িত্ব নিয়ে নেবে। এই বক্তব্যে কানে গিয়েছে শাদাম খানেরও।&nbsp;</p>
<p style="text-align: justify;">আফগানিস্তান সিরিজের পর পাক তারকা অলরাউন্ডার বলছেন, ”এটা নির্ভর করে টুর্নামেন্টের নির্দিষ্ট দিনে কী হয় তার ওপর। এখন ভারত বা যে কেউ যা খুশি বলতে পারে। কিন্তু সেগুলো শুধুই কথা। কারণ কেউ যাই বলুক না কেন তা আমাদের কর্মকান্ডকে প্রভাবিত করবে না। তাই প্রতিযোগিতাটি হলে কী হয় তাও আমরা দেখতে চাই।” উল্লেখ্য, গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ১৬০ রান তাড়া করতে নেমে ৪ উইকেট ম্যাচ জিতেছিল ভারত। দুরন্ত ইনিংস খেলে ম্যাচের সেরা হয়েছিলেন বিরাট কোহলি। সেদিন ১৮ ও ১৯ তম ওভারে শাহিন আফ্রিদি ও হ্যারিস রউফের বিরুদ্ধে একপ্রকার মারমুখি মেজাজে ব্যাটিং করেছিলেন কিং কোহলি। বিশেষ করে রউফকে একটি বলে ব্যাকফুটে নিয়ে লং অফের ওপর দিয়ে যে ছক্কা হাঁকিয়েছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক, তা নিয়ে এখনও চর্চা হয়। সেদিন ৮২ রানের ইনিংস খেলে ভারতকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন কোহলি।</p>
<p style="text-align: justify;"><strong>ব্যাটিং শুরু করছেন কে এল রাহুল</strong></p>
<p style="text-align: justify;">আর মাত্র দিনকয়েকের অপেক্ষা। তারপরেই শুরু হতে চলেছে এশিয়া কাপ (Asia Cup 2023)। ৩০ সেপ্টেম্বর থেকে শুরু এবারের এশিয়া কাপ টুর্নামেন্ট। ইতিমধ্যেই সেই টুর্নামেন্টের জন্য টিম ইন্ডিয়ার (Team India) দল ঘোষণা করা হয়ে গিয়েছে। সেই ১৭ জনের দলে কেএল রাহুল (KL Rahul) থাকলেও, নির্বাচকপ্রধান অজিত আগরকর জানিয়েছিলেন যে রাহুল নতুন চোট পেয়েছেন। তবে শুরুর দিকে ম্যাচগুলিতে তিনি নাও খেলতে পারেন। তবে রাহুলের সাম্প্রতিক ফিটনেস রিপোর্ট কিন্তু বেশ ইতিবাচকই।&nbsp;</p>
<div class="adHeight280">
<div id="adslot2" class="adHolderStory storyadHolderAfterLoad ht-dfp-ad" style="text-align: justify;" data-google-query-id="CNmwoo71_IADFf8KtwAdPAsGwg">&nbsp;</div>
</div>