Neeraj Chopra Becomes 1st Ever Athelete To Win Gold Medal In Atheletics World Championship

বুদাপেস্ট: অলিম্পিক্সের পর এবার বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ (World Atheletics Championship 2023)। আবার ইতিহাস গড়লেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথম ভারতীয় হিসেবে সোনা (Gold Win) জিতলেই এই ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার। প্রথম থ্রো-তে ফাউল করেছিলেন। তবে দ্বিতীয় থ্রো-তেই ফাইনালের সেরা থ্রোটি ছিল নীরজের। ৮৮.১৭ মিটার দূরত্ব অতিক্রম করেন তিনি। যা আর কোনও জ্যাভলিন থ্রোয়ার টপকাতে পারেননি। ৮৭.৮২ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়ে রুপো জেতেন পাকিস্তানের আর্শাদ নাদিম। 

উল্লেখ্য. অভিনব বিন্দ্রার পর দ্বিতীয় ভারতীয় হিসেবে অলিম্পিক্স ও বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন নীরজ। এদিন তৃতীয় থ্রো-তে নীরজ ৮৬.৩২ মিটার দূরত্ব অতিক্রম করেন। জার্মান তারকা জুলিয়ান ওয়েবার ৮৫.৭৯ মিটার দূরত্ব অতিক্রম করেন। নীরজ তাঁর চতুর্থ প্রচেষ্টায় ৮৪.৬৪ ও পঞ্চম প্রচেষ্টায় ৮৭.৭৩ মিটার দূরত্ব অতিক্রম করেন। শেষবার ৮৩.৯৮ মিটার দূরত্ব অতিক্রম করেন পানিপথের তরুণ। 

গত বারের বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রুপো জিতেছিলেন নীরজ। অধরা থেকে গিয়েছিল সেরার শিরোপা। সেই আক্ষেপ ঘুচিয়ে এবার প্রথম ভারতীয় অ্যাথলিট হিসাবে সোনা জয়ের হাতছানি ছিল অলিম্পিক্স চ্যাম্পিয়নের সামনে। এই অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ফাইনালে কিন্তু ভারত পাকিস্তানের দ্বৈরথ দেখার সম্ভাবনা আগে থেকেই ছিল। নীরজ বিশ্ব চ্যাম্পয়িনশিপের যোগ্যতা অর্জন পর্বে ৮৮.৭৭ মিটার থ্রো করে ফাইনালের যোগ্যতা অর্জন করে নিয়েছিলেন। এই থ্রোয়ই তাঁকে প্যারিস অলিম্পিক্সের ছাড়পত্রও এনে দিয়েছে। আসন্ন অলিম্পিক্সে কোয়ালিফাই করার জন্য ন্যূনতম ৮৫.৫ মিটার থ্রো করার প্রয়োজন ছিল। নীরজ সহজেই সেই মাত্রা পার করে ফেলেন।

নীরজ সাধারণত প্রতিযোগিতার শুরুতেই বড় থ্রো করে প্রতিপক্ষদের চাপে ফেলার চেষ্টা করেন। ঠিক যেমনটা অলিম্পিক্সের সময় হয়েছিল। নিজের দ্বিতীয় থ্রোয়েই ৮৭.৫৮ মিটার দূরে জ্যাভলিন থ্রো করে সোনা জিতেছিলেন। তাঁর পরিকল্পনাই যে শুরুতে বড় থ্রো করে প্রতিপক্ষদের চাপে ফেলা, সেটাই অকপটে জানিয়েওছিলেন নীরজ। এই প্রতিযোগিতার ফাইনালেও নিশ্চয়ই এক পরিকল্পনা নিয়েই ট্র্যাকে নামবেন তিনি। ফের একবার নীরজ ইতিহাস গড়তে সক্ষম হন, কি না, সেটাই দেখার বিষয়।

উল্লেখ্য, যোগ্যতাঅর্জন পর্বে পাকিস্তানের জ্যাভলিন থ্রোয়ার আর্শাদ নদীমই (Arshad Nadeem) নীরজের সবথেকে কাছাকাছি শেষ করেছিলেন। তিনি ৮৬.৭৯ মিটার দূরে জ্যাভলিন ছোড়েন। তাঁকে সোনা জয়ের ক্ষেত্রে নীরজের সবথেকে বড় প্রতিদ্বন্দ্বী হিসাবে মনে করা হচ্ছিল।