Pro Khalistan Graffiti: ‘দিল্লি বনেগা খলিস্তান’ মেট্রো স্টেশনের দেওয়ালে ভারতবিরোধী কট্টর স্লোগান, সামনেই জি-২০

আগামী মাসেই জি-২০ সম্মেলন হবে রাজধানীতে। তার আগে দিল্লি মেট্রোর দেওয়ালে অন্তত পাঁচটি জায়গায় লেখা হল খলিস্তানপন্থী স্লোগান। এই ঘটনার একেবারে টাটকা ফুটেজ তুলে ধরা হয়েছে। যেখানে এই ধরনের স্লোগান লেখা হয়েছে মেট্রোর দেওয়ালে। দিল্লি পুলিশ জানিয়েছে, শিবাজি পার্ক থেকে পাঞ্জাবি বাগ পর্যন্ত বিভিন্ন মেট্রো স্টেশনের দেওয়ালে লেখা হয়েছে খলিস্তান পন্থী স্লোগান। তবে ঘটনার খবর পেয়েই পুলিশ সেই স্লোগান ঢেকে দেয়।

সেপ্টেম্বরের ৯-১০ দিল্লিতে জি-২০ সম্মেলন হবে। তার আগে এই ঘটনা। মেট্রোর দেওয়ালে স্প্রে করে এসব লেখা হয়েছে। লেখা হয়েছে দিল্লি বানেগা খলিস্তান, খলিস্তান রেফারেন্ডাম জিন্দাবাদ। ইন্ডিয়া টুডের খবর অনুসারে জানা গিয়েছে, পাঞ্জাবি বাগ, শিবাজি পার্ক, পশ্চিম বিহার, উদ্যোগনগর, মহারাজা সুরযমল স্টেশন সহ পশ্চিম দিল্লির বিভিন্ন মেট্রো স্টেশনে এই সব স্লোগান লেখা হয়েছে।

এদিকে পুলিশের দাবি, শিখস ফর জাস্টিস নামে একটি নিষিদ্ধ সংগঠন এর পেছনে থাকতে পারে। কারণ তারাই মেট্রো স্টেশনে জড়ো হয়ে এই কীর্তি করেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

এদিকে একটি সরকারি স্কুলের দেওয়ালেও এই ধরনের ভারত বিরোধী স্লোগান লেখা হয়েছে বলে খবর। তবে পুলিশ জানিয়েছে যে সমস্ত স্লোগান লেখা হয়েছিল মেট্রোর দেওয়ালে সেসব মুছে ফেলা হয়েছে। কারা এই ঘটনার পেছনে রয়েছে তাদের চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে।

এদিকে দিল্লি পুলিশের স্পেশাল সেল ইতিমধ্য়েই তদন্তে নেমে পড়েছে। কারা এর পেছনে রয়েছে, তাদের কী ধরনের মতলব রয়েছে সবটা দেখার চেষ্টা করছে দিল্লি পুলিশের স্পেশাল সেল।

এদিকে ওই সংগঠনের স্বঘোষিত নেতার তরফে একটি ভিডিয়ো বার্তা ঘুরছে। সেখানে বলা হচ্ছে আগামী ১০ সেপ্টেম্বর কানাডাতে খলিস্তানপন্থীদের অনুষ্ঠান হবে। আর তখনই ভারতে জিড২০ মিটিং চলবে।

এদিকে খলিস্তানপন্থীদের এই স্লোগানকে ঘিরে দিল্লির বুকে স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে গিয়েছে। কারা এর পেছনে সেটা পুলিশ চিহ্নিত করার চেষ্টা করছে। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এর সঙ্গে কাদের যোগ রয়েছে, কারা এতে উসকানি দিয়েছে সেটা জানার চেষ্টা করছে পুলিশ।