Shyamnagar rail gate: ৩ দিনের মাথায় গাড়ির ধাক্কায় ফের ভেঙে পড়ল শ্যামনগরের রেলগেট

গাড়ির ধাক্কায় ভেঙে গেল শ্যামনগরের ২৩ নম্বর রেলগেট। এনিয়ে চলতি সপ্তাহের মধ্যেই দুবার ভেঙে পড়ল রেলগেটটি। এই ঘটনার ফলে যান চলাচল ব্যাহত হয়। কৃষ্ণনগর–শিয়ালদা রুটের রেললাইনে অবস্থিত শ্যামনগর স্টেশন সংলগ্ন ২৩ নম্বর গেটে আজ শনিবার সকালে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি ২০৭ গাড়ি। তখন এই দুর্ঘটনা ঘটে। তবে এই দুর্ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। ঘটনার পরে ওই রেলগেট মেরামতের কাজ শুরু করে দেওয়া হয় রেলের তরফে। এই ঘটনায় ওই গাড়ির চালকের আইনত ব্যবস্থা নিয়েছে রেল। গাড়িটিকে আটক করা হয়।

আরও পড়ুন: ট্রেন দুর্ঘটনা এড়াতে স্টেশন মাস্টারদের ডিউটিতে বিরাট বদল, নজরদারির নির্দেশ

প্রতিদিন এই রেলগেট হয়ে প্রচুর সংখ্যায় গাড়ি যাতায়াত করে থাকে। পাশাপাশি সাধারণ মানুষও এই রেলগেট হয়ে পারাপার করে থাকেন। ফলে রেলগেট ভেঙে পড়ায় সেখানে সমস্যায় পড়েন সাধারণ মানুষ। দীর্ঘক্ষণ ধরে সেটি বন্ধ রেখে মেরামতের কাজ করা হয়। তার ফলে ২৪ নম্বর রেলগেট দিয়ে যানবাহন ঘুরিয়ে দেওয়া হয়। প্রসঙ্গত ২৩ নম্বর রেলগেট হয়ে দ্রুত কল্যাণী এক্সপ্রেস ওয়েতে পৌঁছানো যায়। ফলে এটি ভেঙে যাওয়ায় গাড়িগুলিকে ঘুরতি পথে  পৌঁছতে হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়েতে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যানজট দেখা দেয়। যান নিয়ন্ত্রণের জন্য চৌরঙ্গী মোড়ে মোতায়েন করা হয় ট্রাফিক পুলিশ। 

স্থানীয়দের অভিযোগ, এ ঘটনা শুধু আজকে নয়, গত বুধবার একই ঘটনা ঘটেছিল। সেই ক্ষেত্রে বাইকের ধাক্কায় রেলগেট ভেঙে পড়েছিল। আর আজকে ২০৭ গাড়ির ধাক্কায় এই ঘটনা ঘটেছে। এর জন্য রেল কর্তৃপক্ষকে দায়ী করেছেন স্থানীয়রা তাদের বক্তব্য, রেলগেট সংলগ্ন রাস্তার অবস্থা খারাপ। তাছাড়া রেললাইন পারাপার হতে গিয়ে দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে হয়। ট্রেন না থাকলেও রেলগেট বন্ধ থাকে। এগুলি দেখার দায়িত্ব রেলের। এই ঘটনার পরেই রেল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। রেলের এক কর্মী জানান, ‘কন্ট্রোল রুম থেকে আমরা খবর পেয়ে এখানে মেরামতের জন্য ছুটে এসেছি।’ অন্যদিকে সপ্তাহ চলাকালী শিয়ালদা কৃষ্ণনগর রুটি চাকদা স্টেশন সংলগ্ন ৫০ নম্বর রেলগেট ভেঙে পড়েছিল। সে ক্ষেত্রে ব্যাপক যানজট দেখা দিয়েছিল। পরবর্তীতে রেল কর্মীরা এসে রেলগেট মেরামত করলে যান চলাচল স্বাভাবিক হয়।