আজই দত্তপুকুর যাচ্ছেন শুভেন্দু অধিকারী, বিজেপি বিধায়কদের প্রতিনিধিদল থাকছে

ভয়াবহ বিস্ফোরণে একসঙ্গে সাতজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। হাসপাতালে এখনও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বেশ কয়েকজন। দত্তপুকুর যে বারুদের স্তূপে পরিণত হয়েছিল রবিবার মোচপোলে বাজি বিস্ফোরণের ঘটনা সেই সাক্ষ্যই বহন করে। পুলিশ জানতে পেরেছে, ভিন জেলার কারিগরদের সঙ্গে নিয়ে কেরামত আলি এই কারবার শুরু করেছিল। এবার এই ঘটনা নিয়ে বিজেপি বিধায়কদের প্রতিনিধিদল আজ, সোমবার যাচ্ছেন দত্তপুকুরে। সোমবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়কদের প্রতিনিধিদল সেখানে যাবে বলে খবর। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলবেন বিধায়করা।

এদিকে জেলা প্রশাসনের সঙ্গে কথা বলতে পারেন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে থাকা বিজেপি বিধায়কদের প্রতিনিধিদল বলে জানা যাচ্ছে। টুইট করে শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন, দত্তপুকুরে বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্তের দাবি নিয়ে জনস্বার্থ মামলা করবেন। রবিবার তাঁর এক্স (‌টুইট)‌ হ্যান্ডেলে সে কথা নিজেই জানান। তবে বিজেপির পাশাপাশি আজ সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমেরও যাওয়ার কথা দত্তপুকুর। সুতরাং আজ দত্তপুকুরে রাজনৈতিক নেতাদের চাপ বাড়বে বলে মনে করছে প্রশাসন। ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের ডিজি–কে বাড়িতে ডেকে ক্ষোভ প্রকাশ করেছেন।

অন্যদিকে দত্তপুকুরে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের দায় কার? এখন এই প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করতে চলেছেন বিজেপির পরিষদীয় দল। ইতিমধ্যেই এখানে এসে ঘুরে গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সুতরাং এই ঘটনা নিয়ে বিস্তর জলঘোলা হবে বুঝতে পারছেন পুলিশ–প্রশাসনের কর্তারা। এখন বিধানসভায় বাদল অধিবেশন চলছে। সেখানেও এই বিষয়টি নিয়ে ঝড় তুলতে চায় বিজেপি বলে সূত্রের খবর। আজ, সোমবার বিধানসভায় এই ঘটনা নিয়ে মুলতুবি প্রস্তাবও জমা দিতে চলেছে বিজেপির পরিষদীয় দল। প্রথমে আলোচনা চাওয়া হবে। সেটা না হলে স্লোগান তুলে হই–হট্টগোল করবেন বিজেপি বিধায়করা।

আরও পড়ুন:‌ স্মার্ট সিটির পুরষ্কার পাচ্ছে বাংলা, পরিবেশবান্ধব নতুন শহর গড়ায় পুরষ্কৃত করছে কেন্দ্র

আর কী জানা যাচ্ছে?‌ রবিবার দত্তপুকুরের নীলগঞ্জে বেআইনি বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয়। এখনও পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে বলে টুইট করে দাবি করেছেন শুভেন্দু অধিকারী। সেখানে বিরোধী দলনেতা লেখেন, ‘সিরিয়াল ব্লাস্ট চলছে বাংলায়। মে মাসে এগরা, বজবজ, দুবরাজপুরে বিস্ফোরণ হয়। ১ জুন নদিয়ার মহেশনগরেও সেই ছবি দেখা গিয়েছিল। আমি জনস্বার্থ মামলা দায়ের করব কলকাতা হাইকোর্টে। এনআইএ তদন্তের আবেদন জানাব। বিধানসভায় মুলতুবি প্রস্তাব আনব। আমরা সরকারের কাছে জবাব চাই। এরপর আমরা দত্তপুকুর যাব।’