‘আমি নাকি আর ফিরবই না’, বিদেশযাত্রা নিয়ে বিরোধীদের কটাক্ষের জবাব দিলেন অভিষেক

কদিন আগে চোখের চিকিৎসা করার জন্য বিদেশে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে আক্রমণ শানিয়েছিলেন বিরোধীরা। সেই আক্রমণের জবাব দিলেন ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চে।

এ দিন সেই প্রসঙ্গ টেনে অভিষেক বলেন,’আমি চোখের চিকিৎসার জন্য বিদেশে গিয়েছিলাম। সংবাদমাধ্যমে এমন হাওয়া তোলা হল যে আমি নাকি আর ফিরব না। দেখেছেন? দেখেছেন? আমার পদবি মোদী নয়, আমার চোকসি নয়, আমার পদবি মালিয়া নয়, আমার পদবি বন্দ্যোপাধ্যায়। আমরা মাথা নীচু করি না। নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা মাথা উঁচু করে লড়তে জানি। মাথা নীচু করে বশ্যতা স্বীকার করে দিল্লির কাছে আত্মসমর্পণ করতে জানি না।’

প্রসঙ্গত, ২০২২ সালে অভিষেকের একটি চোখে অস্ত্রোপচার হয়। প্রায় সাত ঘণ্টা ধরে এই অস্ত্রোপচার চলে। কিন্তু তার তাঁকে ফলোআপের জন্য ফের আমেরিকা যেতে হয়।

(আরও পড়ুন। আমার পদবি মোদী বা চোকসি নয়, আমার পদবি বন্দ্যোপাধ্যায়, পালানোর লোক নই: অভিষেক)

(আরও পড়ুন। ‘‌যাদবপুরে সিসিটিভি লাগাবই কেউ ঠেকাতে পারবে না’‌, ছাত্র সমাবেশ থেকে চ্যালেঞ্জ অভিষেকের)

ইডি করা মামলার তার নাম জড়ালেও সুপ্রিম কোর্টের অনুমতি নিয়ে চোখের চিকিৎসা করাতে বিদেশি যান অভিষেক। তাঁর এই বিদেশ যাত্রা নিয়ে সমালোচনা শুরু করে বিরোধীরা। ইডির হাজিরা এড়াতে তিনি বিদেশে পালিয়েছেন এই দাবিও করেন একাংশ।

বিদেশে চিকিৎসাচলাকালীন তিনি সোশ্যাল মিডিয়ায় নিজের চোখের চিকিৎসার ছবি শেয়ার করেন। তার পর টাইমস স্কোয়ারে দাঁড়িয়ে তিনি একটি সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। সেই ছবি দেখেও নানা সমালোচনা শুরু হয়।

অভিষেকের এই বিদেশ যাত্রাকে সমালোচনা করতে গিয়ে বেঁফাস মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। নাম না করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে ‘মাফিয়া ডন’-ও বলেন তিনি।