কম্পিউটারে অজানা ফাইল ডাউনলোড, লিপস অ্যান্ড বাউন্ডসের অভিযোগের জবাব দিল ED

লিপস অ্যান্ড বাইন্ডসের কম্পিউটারে অজানা ফাইল ডাউনলোড করেছেন তাঁদের এক আধিকারিক। সংস্থার অভিযোগ মেনে নিয়ে কলকাতা পুলিশকে একথা জানাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তবে সংস্থার তরফে জানানো হয়েছে, ফাইল ডাউনলোড হয়েছে লিপস অ্যান্ড বাউন্ডসের হিসাবরক্ষকের সামনেই। এমনকী সেখানে সিসিটিভির পাহারাও ছিল।

লিপস অ্যান্ড বাউন্ডসের কম্পিউটারে তল্লাশির সময় সময় ইডির আধিকারিকরা অচেনা ১৬টি ফাইল ডাউনলোড করে রেখে গিয়েছেন বলে শুক্রবার লালবাজারে অভিযোগ জানিয়েছেন সংস্থার হিসাবরক্ষক চন্দন বন্দ্যোপাধ্যায়। তার পর শনিবার সংস্থার ২টি কম্পিউটার বাজেয়াপ্ত করেন লালবাজারের সাইবার ক্রাইম সেলের আধিকারিকরা। এই অভিযোগে শনিবার নিজেদের সাফাই দিল ইডি। সংস্থার তরফে জানানো হয়েছে, সংস্থার এক আধিকারিক চন্দনবাবুর অনুমতি নিয়েই লিপস অ্যান্ড বাউন্ডসের কম্পিউটার ব্যক্তিগত কাজে ব্যবহার করেছিলেন।

কেন ব্যক্তিগত কাজে লিপস অ্যান্ড বাউন্ডসের কম্পিউটার ব্যবহার করেছিলেন ইডির আধিকারিক?

ইডির তরফে জানানো হয়েছে, সংস্থার এক আধিকারিকের কন্যা শিবপুর বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়েছেন। সেখানে হস্টেলে থেকে পড়াশুনো করবেন তিনি। ২৩ অগাস্ট থেকে তাঁর ক্লাস শুরু হওয়ার কথা ছিল। কিন্তু যাদবপুরের ঘটনায় হস্টেলে মেয়ের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন ওই আধিকারিক। তাই কলেজের ওয়েবসাইট খুলে মেয়েদের হস্টেলের নিরাপত্তার ব্যাপারে তিনি জানার চেষ্টা করছিলেন। তখন কোনও ভাবে ফাইলগুলি ডাউনলোড হয়ে যায়। কম্পিউটার ব্যবহারের আগে লিপস অ্যান্ড বাউন্ডসের হিসাবরক্ষকের অনুমতি নিয়েছিলেন তিনি। অন্য ইডি আধিকারিকরাও সেখানে ছিলেন। ছিল সিসিটিভির নজরদারিও।

গত সোমবার টানা ১৮ ঘণ্টা নিউ আলিপুরে লিপস অ্যান্ড বাউন্ডসের দফতরে তল্লাশি চালায় ইডি।