কুয়েতি কোচের কাছে প্রশংসিত জামাল

বাংলাদেশের বিপক্ষে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলতে ঢাকায় এসেছে আফগানিস্তান দল। বাংলাদেশে আসার দুই দিন পর আজ সোমবার প্রথম অনুশীলনে নেমেছে আফগানরা। অনুশীলনের এক ফাঁকে তাদের কুয়েতি কোচ আব্দুল্লাহ আল মুতাইরি লাল-সবুজ দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার প্রশংসাও করেছেন।

উত্তরার আর্মড পুলিশ ব্যাটলিয়ন মাঠে আফগানিস্তানের কোচ প্রতিপক্ষ বাংলাদেশ নিয়ে অনেক কথা বলেছেন। বাংলাদেশের অধিনায়াক জামাল আর্জেন্টিনার তৃতীয় বিভাগের লিগে খেলছেন, সেটাও তার জানা। অভিষেকেই জামাল গোল পেয়েছেন, তার দল সোল দে মায়ো জিতেছে। তাই মুতাইরি প্রশংসা করে বলেছেন, ‘সে আর্জেন্টিনার লিগে খেলছে। গতকাল সে গোলও করেছে। এটা বেশ ভালো দিক, সে আর্জেন্টিনায় খেলছে। শুধু বাংলাদেশ নয়, এটা উপমহাদেশের দেশগুলোর  জন্যই ইতিবাচক।’

৪ ও ৭ সেপ্টেম্বর দুটি প্রীতি ম্যাচে জামালকে পাবেন বলে আশায় কুয়েতি কোচ, ‘সে আর্জেন্টিনায় রয়েছে। আমরা তাকে ম্যাচ দুটিতে প্রত্যাশা করছি। সে খেললে এক রকম কৌশল, না খেললে আরেক রকম।’

বাংলাদেশ সর্বশেষ সাফে সেমিফাইনালে খেলেছে। বাংলাদেশের খেলার প্রশংসা করে ৪১ বছর বয়সী কোচ বলেছেন, ‘সাফে যথেষ্ট ভালো খেলেছে বাংলাদেশ। দলে বেশ কয়েকজন ভালো ফুটবলার রয়েছে। আমাদের সেই অনুযায়ী পরিকল্পনা রয়েছে।’

গোলরক্ষক জিকো ও ফরোয়ার্ড রাকিব বাংলাদেশের অন্যতম তারকা। এই দুজন ছাড়াও আফগান কোচের দৃষ্টিতে ডিফেন্ডার বিশ্বনাথও বিপদজনক খেলোয়াড়, রক্ষণ সামলানোর পাশপাশি লম্বা থ্রো-ইনের জন্য যার সুনাম রয়েছে। আফগানিস্তানের কোচ বলেছেন, ‘নাম্বার ১২ (বিশ্বনাথ ঘোষ) আমার বিশেষ নজরে থাকবে। এছাড়া আরও অনেকে থাকবে। তাদের নাম বলছি না। শুধু নাম্বার ১২-র কথাই বলছি।’