Asia Cup 2023: কাপযুদ্ধে বদলে যাবে বাবরদের বেশভূষা, একেবারে ফিল্মি কায়দায় সামনে এল নতুন জার্সি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ক্যালেন্ডার বলছে এশিয়া কাপ (Asia Cup 2023) শুরু হবে ৩০ অগস্ট। হাতে আর ঠিক দু’দিন। পাকিস্তানের মুলতানে কাপযুদ্ধের প্রথম ম্যাচ। মুখোমুখি আয়োজক দেশ পাকিস্তান ও নেপাল (Pakistan Vs Nepal)। কাপযুদ্ধের আগেই প্রকাশ্যে বাবর আজমদের (Babar Azam) নতুন জার্সি। একেবারে ফিল্মি কায়দায় নতুন জার্সি সামনে নিয়ে এল ওয়াঘার ওপারের ক্রিকেটীয় দেশ। আর এই জার্সি পরেই, বাবররা ঘরের মাঠ ও শ্রীলঙ্কায় যেমন এশিয়া কাপ খেলবেন, তেমনই এই জার্সিতেই ভারতে তাঁরা খেলবেন বিশ্বকাপ (ICC World Cup 2023)। বাবর ছাড়াও জার্সির ভিডিয়োতে দেখা যাচ্ছে শাহদাব খান (Shadab Khan), নাসিম শাহ (Naseem Shah)। পাক মহিলা দলের নিদা দর (Nida Dar) ও আলিয়া রিয়াজকেও (Aliya Riaz) পাওয়া গিয়েছে। এশিয়া কাপের নামার আগে কিন্তু পাকিস্তানের আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে গিয়েছে। কারণ তারা সদ্যই আফগানিস্তানকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে, হোয়াইটওয়াশ করে আইসিসি ব়্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে এসেছে। হ্যাঁ, পাকিস্তানই এখন বিশ্বের এক নম্বর ওয়ানডে টিম। দুয়ে অস্ট্রেলিয়া, তিনে ভারত, চারে নিউ জিল্য়ান্ড ও পাঁচে ইংল্য়ান্ড।

আরও পড়ুন: IND vs PAK | Asia Cup 2023: ‘কারোর বলায় কী যায় আসে’! কোহলি ইস্যুতে আগরকরকে পাল্টা মিসাইল পাক নক্ষত্রের

এশিয়া কাপে যদিও সবার চোখ ২ সেপ্টেম্বরে। কারণ ওদিনই মাঠে নামছে বাইশ গজের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। ফের একবার ‘মাদার অফ অল ব্যাটল’। গত ২৩ অগস্ট থেকে বেঙ্গালুরুর আলুরে শুরু হয়েছে জাতীয় শিবির। এনসিএ-তে জড়ো হয়েছেন রাহুল দ্রাবিড়ের শিষ্য়রা! সাত দিনের ক্যাম্প শেষ করেই রোহিত শর্মা অ্য়ান্ড কোং উড়ে যাবে শ্রীলঙ্কায়। ভারত-পাক ম্যাচ নিয়ে এবার এশিয়া কাপের সম্প্রচারকারী চ্যানেলে কথা বলেছেন পাক অধিনায়ক বাবর ও তাঁর ওপেনিং পার্টনার মহম্মদ রিজওয়ান। বাবর প্রাক যুদ্ধের আগে বলেন, ‘ভারত-পাকিস্তান ম্যাচে সবসময় প্রতিদ্বন্দ্বিতা থাকে। সারা বিশ্ব এই ম্যাচ দেখে ও উপভোগ করে। আমারও খুব উপভোগ করি। আমি মনে করি ভারত-পাক ম্য়াচ একদিকে যেমন অত্যন্ত প্রতিযোগিতামূলক, অন্যদিকে ক্রিকেটের মানও খুবই ভালো। ফ্যানরাও ভারত-পাকিস্তান ম্যাচ মিস করেন। দু’টি টিমই নিজেদের ১০০ শতাংশ মাঠে উজাড় করে দেয়।’ অন্যদিকে রিজওয়ান বলছেন,  ‘ভারতও ভালো টিম। আমরাও ভালো টিম। দুই দলের শক্তি ও দুর্বলতা রয়েছে। এই ম্যাচের চাপই আলাদা। সারা বিশ্ব দেখে। আমার মতে একজন তারকা প্লেয়ার ও আন্তর্জাতিক প্লেয়ারের মধ্যে ফারাক এক জায়গায়। সেটা অভিজ্ঞতা। যে দল ভালো চাপ সামলাতে পারবে, সেই দলই জিতবে।’ যত সময় গড়াচ্ছে, তত ভারত-পাকিস্তান মহাযুদ্ধের উত্তাপ বাড়ছে। দুই দেশই কাঁপছে ক্রিকেট জ্বরে। 

আরও পড়ুন: Pakistan: কাপযুদ্ধের দল ঘোষণা পাকিস্তানের, বাদ বাবর-সহ তিন সুপারস্টার! চমকের পর চমক

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)