Jio in Insurance Sector: বিমার বাজারে নামছে জিও! পাশে থাকবে বিশ্বমানের সংস্থা, বড় ঘোষণা আম্বানির

এবার নতুন ব্যবসাতে পা রাখতে চলেছে জিও। সোমবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৪৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছিল। সেখানে বলা হয়েছে শীঘ্রই বিমা ক্ষেত্রতে নাম লেখাবে জিও। সংস্থার চেয়ারম্যান মুকেশ আম্বানি জানিয়ে দিয়েছেন, জিও ফিনান্সিয়াল সার্ভিসেস খুব শীঘ্রই বিমার বাজারে প্রবেশ করবে। অর্থাৎ এবার ভারতে বিমা ক্ষেত্রতে পা ফেলতে চাইছে জিও। তবে গোটা বিষয়টি অত্যন্ত পরিকল্পিতভাবে করতে চাইছে জিও ফিনান্সিয়াল সার্ভিসেস।

রীতিমতো বাজারের পরিস্থিতি বুঝে এই নয়া সেগমেন্টে ঝাঁপাতে চাইছে জিও। প্রয়োজন বিশ্বমানের কোনও সংস্থার সঙ্গে গাটছড়া বেঁধেও জিও এই নতুন ক্ষেত্রতে ঝাঁপাতে পারে।

অন্যদিকে জিও ফিনান্সিয়াল সার্ভিস ব্ল্যাক রকের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে বলে খবর। জেএফএস ইতিমধ্য়েই জানিয়ে দিয়েছে, তারা ব্ল্যাকরকের সঙ্গে একযোগে পথা চলা শুরু করেছে। সেই সঙ্গেই এবার জিও ফিনান্সিয়াল সার্ভিস বিশ্বমানের অংশীদারের সঙ্গে একযোগে বিমার বাজারে নাম লেখাবে বলে খবর।

অন্যদিকে ব্ল্যাকরক সিইও ল্যারি ফিঙ্ক জানিয়েছেন, নতুন অংশীদারিত্বের জন্য আমি অত্যন্ত খুশি। ৩৫ বছর ধরে আমাদের উদ্দেশ্য ছিল বিশ্বের কোটি কোটি বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগকে আরও সহজ ও সাশ্রয়ী করে তোলা। ভারতে জিও ফিনান্সিয়াল সার্ভিসেসের সঙ্গে আমাদের আসন্ন যৌথ উদ্যোগ নিয়ে আমি গর্ববোধ করছি।

মানি কন্ট্রোলের খবর অনুসারে জানা গিয়েছে, আম্বানি বক্তব্য রাখার সময় জানিয়েছেন, জিও ফিনান্সিয়াল সার্ভিস অত্যন্ত সাধারণ, স্মার্ট, লাইফ, জেনারেল ও হেলথ ইনস্যুরেন্সের ব্যবস্থা করবে। ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে এটা গড়ে তোলা হবে। বিশ্বমানের সংস্থাও এতে অংশীদারিত্ব নিতে পারে।