Mamata Speech LIVE: ‘ছাত্র রাজনীতি করতে দুধের ডিপোয় কাজ করেছি’, বললেন মমতা

আজ তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। ২৬ তম প্রতিষ্ঠা দিবসের জন্য কলকাতার মেয়ো রোডে সমাবেশের আয়োজন করা হয়েছে। সেই সভায় ভাষণ দিচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায়ের লাইভ আপডেট

— মমতা বন্দ্যোপাধ্যায়: সিঙ্গুর, নন্দীগ্রাম তো সম্প্রতি হয়েছে। লোহার তার, লোহার চেন দিয়ে পুরো জায়গাটা খালি করেছিল। আমি হঠাৎ দেখলাম, আমায় তাড়া করল। আমার সঙ্গে ছিলেন দিলীপ মজুমদার। তিনি মারা গিয়েছেন। প্রথমে আমায় একটা ডান্ডা মারল। মাথার ডানদিক থেকে গলগল করে রক্ত পড়ছে। আমি ভাবছি যে পুলিশের ডান্ডা ওরা কোথা থেকে পেল?

— মমতা বন্দ্যোপাধ্যায়: আমায় যদি জিজ্ঞাসা করেন যে আপনার কাছে সবথেকে গর্বের বিষয় কোনটা? আমি ছাত্র রাজনীতির প্রোডাক্ট। দুধের ডিপোতেও কাজ করেছি। আমি যোগমায়া কলেজের ইউনিট প্রেসিডেন্ট ছিলাম। সেটা কলেজের ইউনিটের জন্য খরচ করেছি।

— মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমার আগে অভিষেক কথা বলেছে। ও রাজনৈতিকভাবে প্রায় সবটাই বলে দিয়েছে।’ সেইসঙ্গে অশোক দেব, বৈশ্বানর চট্টোপাধ্যায়, মদন মিত্রদের নাম নেন মমতা। মদনের নাম দু’বার নেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো। 

— মমতা বন্দ্যোপাধ্যায়: প্রথম রোদে আপনারা দগ্ধ হচ্ছেন। কিন্তু মনটা দগ্ধ হয়নি। মনটা পুলকিত হচ্ছে।