Nitish Kumar: হাত তুলে নিলেন নীতীশ কুমার, আহ্বায়কের চেয়ার নিয়ে বড় আপডেট ইন্ডিয়া জোটে

বিজয় স্বরূপ

ইন্ডিয়া জোট তৈরি হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে এই জোটের আহ্বায়ক কে হবেন? ইঁদুর দৌড়ে কে এগিয়ে তা নিয়ে গোটা দেশজুড়েই নানা চর্চা। তবে নীতীশ কুমার আগেই হাত তুলে নিলেন। তিনি বিহারের রাজধানী পাটনার একটি সভাতে জানিয়েছেন, আমি কিছু হতে চাই না। আমি বার বার আপনাদের বলতে চাই। আমার সেরকম কোনও ইচ্ছেই নেই। আমি শুধু সকলকে একজায়গায় ঐক্যবদ্ধ অবস্থায় আনতে চাই।

সেই সঙ্গেই নীতীশ কুমার জানিয়েছেন, আমাকে কিছু বানাতে হবে না। অন্য কেউ আহ্বায়ক হোন। সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেছিলেন আপনি কি আহ্বায়ক হতে চান? সেই প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন। আগামী ৩১ অগস্ট ইন্ডিয়া জোটের মিটিং। তার আগে নীতীশ বলেন, হামকো কুছ নেহি বনানা হ্যায়…

তাঁর একটাই ইচ্ছা বিজেপি বিরোধী দলগুলিকে একছাতার তলায় নিয়ে আসা।

মহাজোটের এক নেতার কথায়, আসলে বিহারের মুখ্যমন্ত্রী কিন্তু চাইছেন তাঁকে তাঁর প্রচেষ্টার জন্য পুরষ্কৃত করার হোক। এনিয়ে তিনি লালুপ্রসাদ ও তাঁর পরিবারের উপরেও চাপ তৈরি করতে পারেন। তারা যাতে কংগ্রেসের উপর চাপ তৈরি করতে পারে সেজন্য তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এদিকে ওই অনুষ্ঠানে উপস্থিত তেজস্বী যাদব জানিয়েছেন, সকলে মিলে সিদ্ধান্ত নেওয়া হবে। আর সেটা সকলে গ্রহণ করবে। এদিকে এর আগে লালু প্রসাদ যাদব জানিয়েছিলেন, ইন্ডিয়া জোটের আসন ভাগাভাগির বিষয়টি ৩১ অগস্ট ও ১ লা সেপ্টেম্বর অনেকটাই চূড়ান্ত করার চেষ্টা করা হবে।

এবার প্রশ্ন উঠছে, তবে ইন্ডিয়া জোটের মূল আহ্বায়ক তবে কে হবেন? একাধিক নাম সামনে আসছে। তবে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার অবশ্য এনিয়ে কার্যত হাত তুলে নিয়েছেন। কিন্তু রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সত্যিই কি তিনি আহ্বায়কের চেয়ার চাইছেন না? নাকি এসব বলে তিনি চাপ তৈরির চেষ্টা করছেন? কারণ আহ্বায়কের চেয়ার পাওয়ার জন্য অনেকের মনেই ইচ্ছা রয়েছে। তবে কার ভাগ্যে শিকে ছিঁড়বে সেটা বলবে সময়।