Adult only Section: বিমানে প্রাপ্তবয়স্কদের আলাদা জায়গা! কী হবে সেখানে, কীসের সুযোগই বা পাওয়া যাবে

প্রাপ্তবয়স্কদের জন্য এবার বিমানে আলাদা বসার ব্যবস্থা করছে একটি বিমান সংস্থা। সম্পূর্ণ আলাদাভাবে সংরক্ষিত থাকবে সেই এলাকা। ছোট ও বয়স্করা সেখানে চাইলেই ঢুকতে পারবে না। সেখানে পৌঁছাবে না বিমানের অংশের আওয়াজও। এই সম্পূর্ণ আলাদা বসার সুযোগ সুবিধা অবশ্য সব ফ্লাইটে চালু করতে পারছে না ওই সংস্থা। আপাতত কিছু নির্দিষ্ট ফ্লাইটের যাত্রীরা এই সুবিধা পাবেন বলে জানিয়েছে সংস্থা। 

(আরও পড়ুন: মাঝ আকাশে অসুস্থ খুদে, বাঁচাতে এগিয়ে এলেন যাত্রী চিকিৎসকদল! কী হল তার পর)

কেন এই ব্যবস্থা?: সংস্থার তরফে জানানো হয়েছে, বিমানে অনেক সময় শিশুযাত্রীরাও ওঠেন। এছাড়াও, ছোট্ট খুদেরাও তাদের গন্তব্যে যায়। বিমানে চড়াকালীন প্রায়ই তারা দুষ্টুমি করে। এর জের সহ্য করতে হয় অন্য সহযাত্রীদের। এই নিয়ে অভিযোগের মুখেও পড়তে হয়েছে সংস্থাকে। সেই অভিযোগ সামাল দিতেই নয়া ব্যবস্থা। এই ব্যবস্থায় যেসব প্রাপ্তবয়স্করা একা যাতায়াত করেন, তাদের জন্য থাকছে আলাদা ব্যবস্থা। সেখানে ছোটরা ঢুকতে পারবে না। এর ফলে বড়দের বিরক্ত করার প্রশ্নও নেই। সহযাত্রীদের বিমান যাত্রার সময় বিশেষ সুবিধা দিতেই এই ব্যবস্থা। তবে এখনই সব ফ্লাইটে এই ব্যবস্থা চালু করা যায়নি। আপাতত সংস্থার একটি উড়ানেই এই ব্যবস্থা চালু করা হয়েছে।  

(আরও পড়ুন: মাথার মধ্যে বাসা বেঁধেছে পোকা! অস্ট্রেলিয়ার ভয়ঙ্কর কাণ্ডে তাজ্জব গোটা বিশ্ব)

কোন বিমানে চড়লে এই সুবিধা পাবেন?: তুর্কি-ডাচ বিমান সংস্থা কোরেনডন এয়ারলাইন্স এই বিশেষ সুবিধা দিচ্ছে। সম্প্রতি আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য হিলিতে এই খবর প্রকাশিত হয়েছে। সেখানেই বলা হয়েছে, বয়স ১৬ পেরোলেই মিলবে বিশেষ সুবিধা। প্রাপ্তবয়স্ক যেসব যাত্রীরা একা যাতায়াত করতে চান, তারা এই সুবিধা পাবেন। এতে বিমানের শোরগোলের মধ্যে পড়তে হবে না তাদের। ছোট্ট খুদেদের দুষ্টুমিও সহ্য করতে হবে না। তবে এখনই নয়, নভেম্বরে শুরু হতে চলেছে এই ফ্লাইট। শীতের মরসুম থেকে যাত্রীদের জন্য এই সুবিধা দেওয়া হবে।

কোন রুটে মিলবে এই সুবিধা?: ওই বিমান সংস্থার প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আমস্টারডম থেকে ডাচ-ক্যারাবিয়ান দ্বীপপুঞ্জ পর্যন্ত চলবে এই ফ্লাইট। এয়ারবাস ৩৫০ মডেল থাকবে এই ফ্লাইটে। যাত্রীরা যাতে নির্বিঘ্নে বিমানে নিজেদের কাজ করতে পারেন, তার জন্য এই ব্যবস্থা। বিমানের এই আসন বুক করতে ৪৫ ইউরো বেশি লাগবে ।