চিটফান্ড কাণ্ডে গ্রেফতারি, এবার ED-র জালে পার্থ

পালিয়ে বেড়িয়েও লাভ হল না। ফের গ্রেফতার হলেন চিটফান্ড চক্র গ্রুপের চেয়ারম্যান পার্থ চক্রবর্তী। সোমবার গভীর রাতে তাঁকে গ্রেফতার করেছে ইডি। কলকাতা লাগোয়া গরফায় ফ্ল্যাট দেওয়ার নামে প্রচুর মানুষের কাছ থেকে টাকা তোলার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এর আগে ২০০৭ সালে গ্রেফতার হয়েছিলেন তিনি।

বাম জমানায় হোটেল ব্যবসায় বিনিয়োগের টোপ দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা দেওয়ার অভিযোগ ওঠে পার্থ চক্রবর্তীর বিরুদ্ধে। তার পর কলকাতা ও লাগোয়া এলাকায় কম দামে ফ্ল্যাট দেওয়ার প্রলোভন দিয়ে টাকা তুলতেন তিনি। কিন্তু অনেকেই ফ্ল্যাট বা টাকা কোনওটাই না পেয়ে পুলিশে অভিযোগ করেন। সোমবার সেই অভিযোগের ভিত্তিতে পার্থ চক্রবর্তীকে গ্রেফতার করল ইডি।

পার্থ চক্রবর্তীর সঙ্গে কোনও রাজনৈতি নেতার যোগ রয়েছে কি না তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ২০১৩ সালে একটি সংবাদপত্র কেনেন পার্থ চক্রবর্তী। সেখানকার কর্মীদের বিনামূল্যে ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দেন। তবে বেতন দিতে না পারায় কয়েক মাসের মধ্যেই সেখানে কর্মীদের মধ্যে বিক্ষোভ শুরু হয়। এর পর আর বেশিদিন সংবাদপত্রের মালিকানা নিজের হাতে রাখতে পারেননি তিনি।