রুদ্র ‘ভৈরব’

লেখক-অলেখক নির্বিশেষে প্রত্যেক মানুষের কাছে অন্তত একটি উপন্যাস আছে। গোটা জীবনযাপনের তন্তুতে তন্তুতে জড়ানো এই উপন্যাস প্রত্যেকের বেলায় আলাদা আর তার উপাদান শুকনো ঘটনা বা স্রেফ অভিজ্ঞতা নয়। অভিজ্ঞতা অস্তিত্বে মেশানো এক রকম রসায়নও বটে, সেটা মানুষের সব রকম ক্রিয়া-প্রতিক্রিয়া-আনন্দ-যন্ত্রণা-সুখবোধ-কষ্ট সুতোর মতো জড়ানো। এই উপন্যাস প্রায় কেউই লেখে না, কখনো কখনো কিছু ব্যক্ত হয় হয়তো মুখের কথায় আর অতি… বিস্তারিত