Arvind Kejriwal: কেজরিওয়াল কি প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আছেন? জোটের মিটিংয়ের আগেই বোমা ফাটাল আপ

ইন্ডিয়া জোটে একেবারে হযবরল অবস্থা। কে প্রধানমন্ত্রীর মুখ তা নিয়েও নানা প্রশ্ন। তবে দিল্লির অর্থমন্ত্রী আতিশি বুধবার সাফ জানিয়ে দিয়েছেন, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দেশের প্রধানমন্ত্রী হওয়ার দৌড় নেই।

তবে দিল্লির অর্থমন্ত্রীর এই বক্তব্য অবশ্য ইন্ডিয়া জোটের অনেকের মনেই দখিনা বাতাস এনে দিয়েছে। কিন্তু তিনি কেন আচমকা এমন কথা বললেন?

আসলে আপের মুখপাত্র প্রিয়াঙ্কা কক্কর জানিয়েছিলেন, ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে অরবিন্দ কেজরিওয়াল থাকুন এটা আমরা চাই। আর তারপরই দিল্লির অর্থমন্ত্রীর এই বক্তব্য। সেই সঙ্গেই তিনি জানিয়ে দিয়েছেন গোটা বিষয়টি কক্করের ব্যক্তিগত মতামত।

ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রীর মুখ কে তা নিয়ে নানা জল্পনা। মমতা বন্দ্যোপাধ্যায়, নীতীশ কুমার, রাহুল গান্ধী সহ নানা মুখ নিয়ে জোর জল্পনা রয়েছে। তবে তা নিয়ে নানা জনে নানা কথা বলেন। তবে এবার তা নিয়ে মুখ খুললেন খোদ দিল্লির অর্থমন্ত্রী। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের অবস্থান স্পষ্ট করে দিলেন তিনি।

এদিকে রাত পোহালেই জোটের মিটিং। কালকের মিটিংয়ে আসন ভাগাভাগি নিয়ে কথা কতদূর এগোয় সেদিকে তাকিয়ে আছেন অনেকেই। বিজেপিকে বাগে আনতে ঠিক কোন অস্ত্র প্রয়োগ করেন জোট নেতৃত্ব সেদিকেও নজর রয়েছে অনেকের। তবে এবার এনিয়ে মুখ খুলেছেন আপ নেতৃত্ব। এমনকী প্রধানমন্ত্রীর দৌড়ে আপ নেতা অরবিন্দ কেজরিওাল রয়েছেন কি না তা নিয়েও স্পষ্ট জবাব দিয়েছেন তিনি। দিল্লির অর্থমন্ত্রী আতিশি বুধবার সাফ জানিয়ে দিয়েছেন, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দেশের প্রধানমন্ত্রী হওয়ার দৌড় নেই।

তাঁর এই বক্তব্য অবশ্য স্বস্তি দেবেন অনেকেই। কারণ রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, জোটের নেতারা অনেকেই তাকিয়ে রয়েছেন ওই চেয়ারটির দিকে। অনেকে এনিয়ে ঘুঁটি সাজাতেও শুরু করে দিয়েছেন। তবে জোটের আহ্বায়ক কে হবেন সেটাও ঠিক হয়নি এখনও। তবে তার আগে দিল্লির মুখ্যমন্ত্রীর অবস্থানটা স্পষ্ট হয়ে গেল। তবে ওই পদের দাবিদার কিন্তু আরও অনেকে রয়েছেন। তাঁরা কী বলেন সেটাও দেখার।