Asia Cup 2023 Pakistan Captain Babar Azam 19th Century In 109 Balls Against Nepal Know His Records Stats

মুলতান: এশিয়া কাপে  প্রথম ম্যাচেই দুরন্ত সেঞ্চুরি বাবর আজমের। নেপালের বিরুদ্ধে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ খেলতে নেমেছে পাকিস্তান। সেই ম্যাচে নিজের ওয়ান ডে কেরিয়ারের ১৯ তম সেঞ্চুরি হাঁকালেন পাক অধিনায়ক। পাক ব্যাটারদের তালিকায় ওয়ান ডে ফর্ম্যাটে সর্বাধিক ২০টি সেঞ্চুরি হাঁকিয়েছেন সৈয়দ আনােয়ার। এবার তাঁর থেকে মাত্র একটি শতরান পেছনে আছেন পাক অধিনায়ক।

এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাক অধিনায়ক। ইমাম উল হক ও ফাখর জামান ওপেনিংয়ে নেমেছিলেন পাকিস্তানের হয়ে। ফাখর জামান ১৪ রান করে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন। অন্য়দিকে ৫ রান করে আউট হন ইমাম উল হক। এরপর মহম্মদ রিজওয়ানকে সঙ্গে নিয়ে দলকে টেনে নিয়ে যেতে থাকেন বাবর আজম। এই দুজন এর আগেও পাকিস্তানের বহু ম্যাচে জয়ের সঙ্গী। এদিনও শুরুটা দারুণ করেছিলেন রিজওয়ান ও বাবর। তবে ব্যক্তিগত ৪৪ রানের মাথায় রিজওয়ান ফিরে যান। ৬টি বাউন্ডারি হাঁকান তিনি। নিজের ভুলেই রান আউট হয়ে যান তিনি। ৫ রান করে আঘা সলমান। এই মুহূর্তে ক্রিজে আছেন বাবর ও ইফতিকার। ইফতিকারও অর্ধশতরান পূরণ করেছেন। বাবর নিজের সেঞ্চুরি পূরণ করার পথে ১০টি বাউন্ডারি হাঁকান। 

মাঠে নামলেন সন্দীপ লামিছানে

এশিয়া কাপে (Asia Cup) তাঁর খেলা নিয়েই প্রশ্নচিহ্ন তৈরি হয়েছিল। অন্তত ৩০ অগাস্ট মুলতানে পাকিস্তানের বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচে তাঁর খেলার কথাই নয়। তাঁর বিরুদ্ধে ধর্ষণের গুরুতর অভিযোগ উঠেছে। 

কিন্তু নাটকীয় পরিস্থিতিতে মাঠে নেমে পড়লেন নেপালের স্পিনার সন্দীপ লামিছানে (Sandeep Lamichhane)। তাঁর বিরুদ্ধে চলা মামলার শুনানি পিছিয়ে গিয়েছে বলে জানিয়েছেন সন্দীপের আইনজীবী। তাই এশিয়া কাপের শুরু থেকে খেলতে বাধা নেই তাঁর।

রবিবার, ২৭ অগাস্ট নেপালের আদালতে সন্দীপ লামিছানের বিরুদ্ধে ওঠা ধর্ষণের মামলার অন্তিম শুনানি ছিল। যে কারণে এশিয়া কাপ খেলতে দলের সঙ্গে পাক মুলুকে পাড়ি দিতে পারেননি সন্দীপ। তবে নাটকীয় পরিস্থিতি তৈরি হয় পরে। প্রথমত, তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছিলেন যিনি, সূত্রের খবর, তিনি চূড়ান্ত শুনানির আগে আত্মহত্যার চেষ্টা করেন। নেপালের পুলিশ জানিয়েছে, ওই নাবালিকা মাত্রাতিরিক্ত পরিমাণ ওষুধ খেয়ে আত্মহননের চেষ্টা করেন। আপাতত তিনি বিপন্মুক্ত। কাঠমাণ্ডুর একটি হাসপাতালে ভর্তি আছেন।

তারই মাঝে সন্দীপের আইনজীবী সরোজ ঘিমিরে জানিয়েছেন, ২৭ অগাস্টের পরিবর্তে অন্তিম শুনানির দিন নির্ধারিত হয়েছে ৭ সেপ্টেম্বর। সরোজ বলেছেন, ‘সন্দীপ পাকিস্তানে এশিয়া কাপ খেলছেন।’