Asia Cup SL Vs BAN Preview: Missing Key Players, Teams Eye Winning Start Get To Know

কলম্বো: আগামীকাল এশিয়া কাপে (Asia Cup 2023) নিজেদের অভিযান শুরু করছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। পরস্পরের বিরুদ্ধে কাল মাঠে নামবে এই ২ দল। ২২ গজে ভারত-পাকিস্তানের উত্তেজনার থেকে কোনও অংশেই কিন্তু কম নয় এই ২ প্রতিবেশী দেশের দ্বৈরথও। বিশেষ করে ‘নাগিন ডান্স’ এই লড়াইকে গত কয়েক বছরে আরও উত্তজেক করে তুলেছে। গত বছর এশিয়া কাপ জিতেছিল শ্রীলঙ্কা শিবির। এই বছর নিজেদের ঘরের মাঠে খেলার সুযোগ রয়েছে শনাকার দলের সামনে। ফলে এবারও ট্রফি জয়ের হাতছানি রয়েছে লঙ্কা বাহিনীর। তবে এবার কিছুটা ব্যাকফুটে ছিল এই শিবির। দলের বেশ কয়েকজন প্লেয়ার করোনা আক্রান্ত হয়েছিলেন, যার জন্য গত মঙ্গলবার পর্যন্ত এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা করতে পারেনি শ্রীলঙ্কা শিবির। 

শ্রীলঙ্কা শিবির আগামীকালের ম্যাচে পাচ্ছে না ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুশমন্ত চামিরা, লাহিরু থিরিমানে, দিলশান মধুশনাকাকেও। তাঁরা চোটের জন্য খেলতে পারবেন না। অন্যদিকে কোভিডমুক্ত না হওয়ায় খেলতে পারবেন না কুশল পেরেরাও। 

অন্য়দিকে বাংলাদেশ শিবির পাবে না তামিম ইকবাল ও লিটন দাসকে। এছাড়া পেস বোলিং বিভাগে এবাদত হোসেকে ছাড়াই মাঠে নামতে হবে শাকিব ব্রিগেডকে। লিটনের ভাইরাল জ্বর হয়েছে। ফলে এশিয়া কাপ থেকেই পুরোপুরি ছিটকে গিয়েছেন তিনি। তাঁর বদলে দলে ঢুকে পড়েছেন এনামুল হোসেন বিজয়। অধিনায়ক শাকিব আল হাসান ব্যাট হাতে এই বছর এখনও পর্যন্ত ৪০০-র বেশি রান করেছেন। এছাড়া ফর্মে আছেন মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্ত। এছাড়াও তরুণ তৌহিদ হৃদয়।

ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে শাকিব বলেন, ”‘‘গত কয়েক বছরে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ টান টান হয়েছে। এ বারও সেটাই হবে। তাই শ্রীলঙ্কাকে হারাতে আমাদের সেরা খেলাটা খেলতে হবে। অন্য কোনও দিকে মন না দিয়ে শুধু কী ভাবে ম্যাচ জিতব সেটাই ভাবছি।” তামিম, লিটনদের মত অভিজ্ঞদের না থাকাটা কি বাড়তি চাপে রাখবে দলকে? শাকিব বলছেন, ”তামিম, লিটনদের অভাব বোধ করবে অবশ্যই দল। বাংলাদেশের হয়ে সব থেকে বেশি রান রয়েছে তামিমের ব্যাটে। এছাড়াও গত চার-পাঁচ বছরে লিটন দেখিয়েছে ও কী করতে পারে। কিন্তু চোট তো কারও হাতে নেই। অভিজ্ঞ ক্রিকেটারেরা না থাকায় তরুণদের কাছে ভাল সুযোগ রয়েছে নিজেদের প্রমাণ করার। ওরা সুযোগ পাবে। সেটা কাজে লাগালে বাংলাদেশ ক্রিকেটের জন্যই ভাল।”