Babar Azam | Asia Cup 2023: শুরুতেই বিধ্বংসী ১৫১! আগুনে ফর্মে বিশ্বের এক নম্বর, বিরাটকে ছাপিয়ে লিখলেন বাবরনামা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শুরু হয়ে গিয়েছে এশিয়া কাপ (Asia Cup 2023)। বুধবার মুলতানে (Multan Cricket Stadium) কাপযুদ্ধের অভিষেক ম্যাচে মুখোমুখি হয়েছে পাকিস্তান-নেপাল (Pakistan vs Nepal)। ঘরের মাঠে নেপালের বিরুদ্ধে টস জিতে বাবর আজম (Babar Azam) ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নেন। নির্ধারিত ওভারে পাকিস্তান ৬ উইকেট হারিয়ে তুলল ৩৪২ রান। সৌজন্য বাবর ও ইফতিখার আহমেদের (Iftikhar Ahmed) শতরান।

আরও পড়ুন: Asia Cup 2023: ‘গেট লস্ট’! উদ্বোধনী অনুষ্ঠানের বেদম ঠেলা, গায়িকাদের ‘অত্যাচারে’ অতিষ্ঠ পাকিস্তান

এদিন ফখর জমন ও ইমাম-উল-হক ওপেন করতে নেমেছিলেন। সাত ওভারের মধ্যেই তাঁরা ফিরে যান। ফখর করেন ১৪, ইমামের ব্য়াট থেকে আসে মাত্র ৫ রান। পাকিস্তান ২৫ রানে হারিয়ে ফেলে দুই ওপেনারকে। তিনে ব্যাট করতে নেমেছিলেন বাবর। চারে আসেন তাঁর ‘পার্টনার ইন ক্রাইম’ মহম্মদ রিজওয়ান। পাক উইকেটকিপার-ব্যাটার এদিন ৫০ বলে ৪৪ রান করে রানআউট হয়ে যান। এরপর পাঁচে নামা আগা সলমানও (৫) কোনও ছাপ রাখতে পারেননি। ১২৪ রানে চার উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। তখন পাক ইনিংস পা দিয়েছে ২৮ নম্বর ওভারে। 

নেপাল যখন মুচকি হাসতে শুরু করেছিল, ঠিক তখনই বাবর বুঝিয়ে দেন যে, কেন তিনি আর ধারাবাহিকতা সমার্থক। ছয়ে নামা ইফতিখারকে নিয়ে খেলার গিয়ার পুরোপুরি বদলে দেন। পঞ্চম উইকেট পার্টনারশিপে ১৩১ বলে  তাঁরা ২১৪ রান যোগ করেন স্কোরবোর্ডে। বাবর এদিন ১৩১ বলে ১৫১ রান করেন। তিনি ১৪টি চার ও ৪টি ছয়ে সাজান নিজের ইনিংস। ইফতিখার ৭১ বলে ১০৯ রানে (১১টি চার ও ৪টি ছয়) অপরাজিত থাকেন ক্রিজে। বাবরের ব্যাটে এদিন রেকর্ডের ছড়াছড়ি হয়েছে

বাবর এদিন কেরিয়ারের ১৯ তম আন্তর্জাতিক ওয়ানডে সেঞ্চুরি করলেন। এর সঙ্গেই এশিয়া কাপে পেলেন প্রথম শতরানের স্বাদ পেলেন তিনি। কেরিয়ারের ১০২ নম্বর ইনিংসে ১৯ তম সেঞ্চুরি করলেন বিশ্বের এক নম্বর ব্য়াটার। বাইশ গজে দ্রুততম ক্রিকেটার হিসেবে এই নজির গড়লেন পাক অধিনায়ক। এর আগে এই রেকর্ড ছিল প্রাক্তন প্রোটিয়া ব্যাটার হাশিম আমলার (১০৪ ইনিংসে ১৯ তম আন্তর্জাতিক ওয়ানডে শতরান)। 

৩১ তম আন্তর্জাতিক সেঞ্চুরি: এদিন বাবর পাকিস্তানের দুই কিংবদন্তি ব্যাটার জাভেদ মিয়াঁদাদ ও সইদ আনোয়ারকে স্পর্শ করলেন শতরানের সংখ্য়ায়

এশিয়া কাপে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রান: বিরাট কোহলি ২০১৪ সালে এশিয়া কাপে ১৩৬ করেছিলেন বাংলাদেশের বিরুদ্ধে। এতদিন পর্যন্ত অধিনায়ক হিসেবে এটাই ছিল এই টুর্নামেন্টের এক ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ড। বিরাটকে টপকে গেলেন বাবর।
 
চ্যাম্পিয়নশিপের ইতিহাসে এই প্রথমবার হাইব্রিড মডেলে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। ভারত, পাকিস্তান, শ্রীলংকা, বাংলাদেশ, আফগানিস্তান ও নেপাল অংশ নেবে এশিয়া কাপে। যুগ্মভাবে এশিয়ার সেরা হওয়ার লড়াই আয়োজন করবে গতবারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ও এশিয়া কাপের মূল আয়োজক পাকিস্তান। পাকিস্তানে হবে চারটি ম্যাচ ও দ্বীপরাষ্ট্রে হবে ন’টি ম্যাচ। গ্রুপ পর্যায়ের ম্যাচের পর খেলা গড়াবে সুপার ফোরে। সেখান থেকে ফাইনালে দুই দল। আগামী ২ সেপ্টেম্বর ‘মাদার অফ অল ব্যাটল’ দিয়েই কাপযুদ্ধের অভিযান শুরু হচ্ছে। ভারত-পাকিস্তান মুখোমুখি শ্রীলঙ্কার পাল্লেকেলে ক্রিকেট স্টেডিয়ামে। 

এশিয়া কাপের নামার আগেই কিন্তু পাকিস্তানের আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে গিয়েছে। কারণ তারা সদ্যই আফগানিস্তানকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে, হোয়াইটওয়াশ করে আইসিসি ব়্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে এসেছে। হ্যাঁ, পাকিস্তানই এখন বিশ্বের এক নম্বর ওয়ানডে টিম। দুয়ে অস্ট্রেলিয়া, তিনে ভারত, চারে নিউ জিল্য়ান্ড ও পাঁচে ইংল্য়ান্ড। বাবর ভারত-পাক ম্য়াচের প্রসঙ্গে বলেছেন, ‘ভারত-পাকিস্তান ম্যাচে সবসময় প্রতিদ্বন্দ্বিতা থাকে। সারা বিশ্ব এই ম্যাচ দেখে ও উপভোগ করে। আমারও খুব উপভোগ করি। আমি মনে করি ভারত-পাক ম্য়াচ একদিকে যেমন অত্যন্ত প্রতিযোগিতামূলক, অন্যদিকে ক্রিকেটের মানও খুবই ভালো। ফ্যানরাও ভারত-পাকিস্তান ম্যাচ মিস করেন। দু’টি টিমই নিজেদের ১০০ শতাংশ মাঠে উজাড় করে দেয়।’ বাবরের ব্যাট এদিন ভারতকে বার্তা দিয়ে রাখল।

আরও পড়ুন:WATCH | Babar Azam: পেলেন বহুমূল্যের ‘সারপ্রাইজ গিফট’! পাক অধিনায়কের গ্যারেজে এবার দুর্লভ গাড়ি, দিলেন কে?

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)