Justice Avijit Ganguly: চাকরিপ্রার্থীর যোগ্যতা নেই শুনে ইন্টারভিউয়ের ভিডিয়ো দেখতে চাইলেন বিচারপতি গাঙ্গুলি

একটি নিয়োগ মামলায় চাকরি প্রার্থীর অ্যাপটিউড টেস্ট ও ইন্টারভিউয়ের ভিডিয়ো দেখতে চাইলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এক চাকরি প্রার্থীর করা মামলার শুনানি পর্ষদ জানায় ওই চাকরিপ্রার্থীর চাকরি পাওয়ার যোগ্যতা নেই। এর পরই ভিডিয়ো দেখতে চান বিচারপতি।

২০১৪ সালে টেট পাস করতে না পেরে আরটিআই করেন মামলাকারী আমনা পারভিন। তাতে আমনা জানতে পারেন সেই পরীক্ষায় ছয়টি প্রশ্নে ভুল ছিল। এই ভুল নিয়ে হাইকোর্টে একটি মামলা দায়ের হয়। সেই মামলায় আদালত নির্দেশ দেয় ৬ নম্বর দিতে হবে প্রার্থীকে। সেই নির্দেশের পর আমনার মোট নম্বর হয় ৮২। যা কিনা টেটের জন্য পাশ নম্বর। এই নম্বর পেয়ে টেট উত্তীর্ণ হন তিনি। তবুও প্রাথমিক শিক্ষকের চাকরি মেলেনি। ফের আদালতের দ্বারস্থ হন আমনা।

(পড়তে পারেন। করোনা না হয়েও বিনা চিকিৎসায় মৃত্যু, নার্সিংহোমকে ৫ লক্ষ টাকা ফাইন হাইকোর্টের)

(পড়তে পারেন। ‘‌এই মামলা মিউজিক্যাল চেয়ারে পরিণত হতে পারে’‌, শুনানিতে মন্তব্য বোর্ডের আইনজীবীর)

এই মামলার শুনানিতে ১৭ জুলাই পর্ষদ সভাপতি গৌতম পালকেও আদালতে হাজির হতে বলেন, বিচারপতি গঙ্গোপাধ্যায়। তিনি নির্দেশ দেন আগামী এক সপ্তাহের মধ্যে ওই প্রার্থীর আবার অ্যাপটিটিউড টেস্ট এবং ইন্টারভিউ নিতে হবে, পুরো প্রক্রিয়ার ভিডিয়োগ্রাফি করতে হবে।

বুধবার মামলার শুনানিতে পর্ষদের আইনজীবী বলেন, ওই চাকরি প্রার্থীর চাকরি পাওয়ার কোনও যোগ্যতা নেই। এর পর বিচারপতি ভিডিয়ো ফুটেজ দেখতে চান। আগামী ৮ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি।