Shaktigarh Firing: শক্তিগড়ে গয়নার দোকানে গুলিকাণ্ডে ১ জনকে গ্রেফতার করল পুলিশ

পূর্ব বর্ধমানের শক্তিগড়ে গয়নার দোকানে ডাকাতির চেষ্টায় ১ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃত শেখ রবি মেমারির বগিলা এলাকায়। ধৃতের বিরুদ্ধে আগেও অপরাধের অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন, পুলিশ সুপার কামনাশিস সেন।

গত শুক্রবার সকালে শক্তিগড়ে জাতীয় সড়কের সার্ভিস লেনের পাশে একটি গয়নার দোকানে ডাকাতির চেষ্টা হয়। ডাকাতিতে বাধা দেওয়ায় গুলিবিদ্ধ হন দোকান মালিক সদীপ দাস। গুরুতর আহত অবস্থায় তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

দোকান মালিক জানিয়েছেন, অন্যান্য দিনের মতো সেদিনও তিনি দোকান খুলে ক্রেতার অপেক্ষায় ছিলেন। তখন মোটরসাইকেলে করে তাঁর দোকানে আসে ২ যুবক। একজন মোটরসাইকেল থেকে নেমে গয়না দেখতে চান। অন্যজন মোটরসাইকেলের ওপরেই ছিল। গয়না দেখানোর সময় হঠাৎ পকেট থেকে বন্দুক বার করে আমার দিকে তাক করে। আমি বাধা দিলে আমাকে লক্ষ্য করে গুলি চালিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায় আততায়ী।

এই ঘটনার তদন্তে নেমে গয়নার দোকান ও আসেপাশের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করতে শুরু করে শক্তিগড় থানার পুলিশ। অভিযুক্তকে শেখ রবি বলে চিহ্নিত করা হয়। ঘটনার ৪ দিন পর অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করেন শক্তিগড় থানার পুলিশ আধিকারিকরা।

পূর্ব বর্ধমানের পুলিশ সুপার কামনাশিস সেন সংবাদমাধ্যমকে বলেন, ‘ধৃত শেখ রবির নামে আগেও অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। ২০১৯ সালে বর্ধমান শহরের জিটি রোডের ওপর একটি রেস্তোরাঁয় বোমাবাজিতে অভিযুক্ত ছিল সে।’ তিনি জানিয়েছেন, ওই ঘটনায় অপর অভিযুক্তের খোঁজ চলছে। ধৃতকে মঙ্গলবার বর্ধমান আদালতে পেশ করা হয়েছে।