বিশ্বভারতীতে মানসিক ও শারীরিক হেনস্থার অভিযোগ এনে সরব চার ছাত্রী

যাদবপুর বিশ্ববিদ্যালয় কাণ্ডের মধ্যেই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ৪ ছাত্রীকে মানসিক ও শারীরিক হেনস্থা এবং অত্যাচারের অভিযোগ উঠেছে অধ্যাপকের বিরুদ্ধে। ইতিমধ্যে সেই ঘটনায় কর্তৃপক্ষকে অভিযোগ জানিয়েছেন নির্যাতিতা ছাত্রীরা। তবে এখনও পর্যন্ত সেই ঘটনায় কোনও পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ নৃতত্ব বিভাগের গবেষণারত ওই ছাত্রীদের। তাঁরা আগে জানিয়েছিলেন তাঁদের অভিযোগের পরিপ্রেক্ষিতে পদক্ষেপ না করা হলে তাঁরা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মহিলা কমিশনের কাছে আর্জি জানাবেন। সেইমতোই এবার রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী, মঞ্জুরি কমিশন, কেন্দ্রীয় শিশু ও মহিলা উন্নয়ন মন্ত্রণালয়, রাজ্য মানবাধিকার কমিশন এবং রাজ্য মহিলা কমিশনের দ্বারস্থ হয়েছেন। বুধবার ইমেল মারফত তাঁরা এই অভিযোগ জানিয়েছেন।

আরও পড়ুন: আদিবাসী ছাত্রীর সঙ্গে ‘দুর্ব্যবহার’, বিশ্বভারতীর উপাচার্যকে সমনের হুঁশিয়ারি

নৃতত্ববিদ্যা বিভাগে গবেষণারত এই ৪ ছাত্রীর অভিযোগ, অধ্যাপক অর্ণব ঘোষ দিনের পর দিন তাঁদের মানসিক এবং শারীরিক অত্যাচার করেছেন। তাঁদের কু প্রস্তাব দেওয়া হত এবং না মানলে তাঁদের শিক্ষা জীবন শেষ করে দেওয়ার হুমকি দিত ওই অধ্যাপক। এমনকী ওই অধ্যাপক তাঁদের হেনস্থা এবং নির্যাতনের পাশপাশি তাঁদের চরিত্রহননের চেষ্টা করেছেন বলে অভিযোগ। ছাত্রীদের আরও অভিযোগ, সরাসরি কু প্রস্তাব দিত ওই অধ্যাপক। তার কথা না শুনলে ফেলোশিপ স্টাইপেন্ড বন্ধ করে দেওয়া হত। এ বিষয়ে আগেও কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েছিলেন ছাত্রীরা। কিন্তু তারপরেও কোনও পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ। গত ১৮ অগস্ট ফের ছাত্রীরা অভিযোগ জানান। কিন্তু, পদক্ষেপ না করায় মুখ বেঁধে উপাসনা গৃহ থেকে কিছুটা দূরে ক্লাব মোড়ে প্রতীকী অনশনে বসেন ছাত্রীরা। 

তাঁদের অভিযোগ, তাঁদের বিভাগের ওই অধ্যাপক ছাত্রীদের উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মানসিক নির্যাতন করছেন। ছাত্রীদের অভিযোগ, এ বিষয়টি নিয়ে কর্তৃপক্ষ পরে তিনজনকে ডেকে বয়ান নিয়েছিল। কিন্তু তারপরেও কোনও পদক্ষেপ করা হয়নি। যদিও এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত জনসংযোগ আধারকারী মহুয়া বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ওই ছাত্রীদের অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ কমিটি তদন্ত শুরু করেছে। ছাত্রীদের বয়ান নেওয়া হয়েছে। পাশাপাশি অধ্যাপকের বয়ান নেওয়া হয়েছে। তদন্ত এখনও চলছে। প্রক্রিয়া শেষ হলেই এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।’