BCCI Media Rights Viacom Won TV And Digital Rights Of India Home Matches IPL Digital Know Details

মুম্বই: এ মরশুমের আগে আইপিএলের ডিজিটাল স্বত্ত্ব জিতে নিয়েছিল ভিয়াকম ১৮। তবে স্টার নেটওয়ার্কের কাছেই ছিল টিভি স্বত্ত্ব। তবে আসন্ন মরশুমের আগে বড় সাফল্য পেল ভিয়াকম ১৮। পরবর্তী পাঁচ বছরের জন্য টিম ইন্ডিয়ার ঘরোয়া দ্বিপাক্ষিক সিরিজ়গুলির টিভি ও ডিজিটাল উভয় স্বত্ত্বই (BCCI Media Rights) জিতে নিল এই সংস্থা।

এই মাসের শুরুর দিকেই বিসিসিআইয়ের তরফে ভারতীয় ক্রিকেটের ঘরোয়া ও আন্তর্জাতিক ম্যাচগুলির স্বত্ত্ব বিক্রির জন্য টেন্ডার ডাকা হয়েছিল। সেখানে জানানো হয়েছিল যে অ্যাপেক্স কাউন্সলিরে তরফে আগ্রহী সংস্থার বিডগুলি যাচাই করে দেখা হবে। তারপরেই সবকিছু বিচার বিবেচনা করে ভিয়াকমকে মিডিয়া স্বত্ত্ব দেওয়া হয়। প্রসঙ্গত, বিসিসিআইয়ের মিডিয়া স্বত্ত্ব জেতার ফলে ভিয়াকম ১৮ ভারতীয় পুরুষ ও মহিলা, উভয় দলেরই আন্তর্জাতিক ম্যাচগুলির পাশাপাশি ঘরোয়া ম্যাচগুলিও ব্রডকাস্ট করতে পারবে।  

ভিয়াকম ১৮-র মিডিয়া স্বত্ত্ব জেতার খবর নিশ্চিত করে বিসিসিআই সচিব জয় শাহ নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘ভিয়াকম ১৮-কে পরবর্তী পাঁচ বছরের জন্য টিভি ও ডিজিটাল, বিসিসিআইয়ের উভয় মিডিয়া স্বত্ত্ব জেতার জন্য অনেক শুভেচ্ছা। আইপিএল এবং ডব্লুপিএলের পর ভারতীয় ক্রিকেট উভয় ক্ষেত্রেই বৃদ্ধি পাবে। আমরা এভাবেই একত্রিতভাবে ভারতীয় ক্রিকেট সমর্থকদের আনন্দ দিতে থাকবে। স্টার ইন্ডিয়া ও ডিজনি প্লাজকেও এত বছর ধরে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। ভারতীয় ক্রিকেটকে বিশ্বের সকল সমর্থকের কাছে পৌঁছে দেওয়ার জন্য ওরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।’ 

 

 

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: ক্যান্ডিতে ওয়ান ডে ক্রিকেটে অপরাজিত ভারত, পাক-যুদ্ধের আগে রোহিতদের ভরসা রেকর্ড