D EL.ED.Exam: ডিএলএড পরীক্ষায় প্রশ্ন ফাঁস রুখতে তাবু খাটিয়ে পরীক্ষর্থীদের তল্লাশির ব্যবস্থা

শুক্রবার রাজ্য জুড়ে শুরু হচ্ছে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণের ডিএলএড পার্ট ওয়ান পরীক্ষা। পরীক্ষার্থীরা পোশাকের মধ্যে করে মোবাইল বা অন্য কোনও গেজেট নিয়ে পরীক্ষা কেন্দ্র ঢুকছেন কিনা তা পরীক্ষা করার জন্য কেন্দ্রগুলিতে অস্থায়ী তাবু পাঠাচ্ছে পর্ষদ। যে টেন্টের মধ্যে নিরাপত্তাকর্মীরা পরীক্ষা করবেন পরীক্ষার্থীরা নিষিদ্ধ কোনও বস্তু নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেছেন কি না।

সাধারণ ইলেকট্রনিক্স গেজেট বা অন্য কোনও ইলেকট্রনিক্স সামগ্রী নিয়ে পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করছেন কি না তা দেখার জন্য হাতেধরা মেটাল ডিটেক্টর ব্যবহার করা হয়। তবে এবার পরীক্ষাকে আরও নির্বিঘ্নে করতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। পর্ষদের সভাপতি গৌতম পাল বলেন,’সমস্ত পরীক্ষা কেন্দ্রগুলো সিসিটিভির আওতায় আনতে পারছে না। তাই বিশদ নির্দেশিকা পাঠানো হয়েছে। তবে ছাত্রীরা যাতে কোনও অস্বস্তিতে না পড়ে, সে জন্যই তাঁদের কাছে মোবাইল, স্মার্ট ফোন বা অন্য কোনও ইলেকট্রনিক্স গেজেট আছে কি না, সে ব্যাপারে নিশ্চিত হতেই টেন্টের মধ্যে মহিলা নিরাপত্তা রক্ষীরা তাঁদের পরীক্ষা করবেন।’

(পড়তে পারেন। যানজটের জট কাটাতে শিলিগুড়ি ৬ টি পার্কিং জোন তৈরির সিদ্ধান্ত পুরসভার)

পর্যদের নির্দেশিকায় কী বলা হয়েছে?

# যে সব পরীরকেন্দ্রে ১৫ জনের বেশি পরীক্ষার্থী সেখানে তিনটি হ্যান্ড মেটাল ডিটেক্টর থাকবে।

# অভিভাবকরা পরীক্ষা কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে প্রবেশ করতে পারবেন না। এমন কী পড়ুয়া অসুস্থ হয়ে পড়লেও অভিভাবকরা ক্যাম্পাসে যেতে পারবেন না।

#অ্যাডমিট কার্ড কোনও প্যাকেটে করে নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুতে পারা যাবে না।

# আসল অ্যাডমিট ও পরিচয়পত্র ছাড়া পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবে না। যদি পরীক্ষার্থীদের মধ্যে কেউ আসলটি আনতে ভুলে যায়, তবে সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রে তাঁকে বসার অনুমতি দেওয়া যাবে না। তবে এ নিয়ে জেলা বিদ্যালয় পরিদর্শক (প্রাথমিক-ডিআই) এবং জেলা নোডাল অফিসারই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

# জলের বোতলও স্বচ্ছ হতে হবে। পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না।

পর্যদ সূত্রে খবর, পরীক্ষা কেন্দ্রগুলিতে ইতিমধ্যেই ডেসক্রিপটিভ রোল বা ডিআর পৌঁছে গিয়েছে। তাতে কোন ডিএলএড কলেজের কতজন পরীক্ষার্থী সংশ্লিষ্ট কেন্দ্রে পরীক্ষা দিতে আসছেন, তাঁদের নাম ও রোল নম্বর সহ অন্যান্য তথ্য রয়েছে।