Durand Cup 2023 Semi Final Mohun Bagan Super Giants Won 2-1 Against Goa FC Qualified For Final

কলকাতা: ডুরান্ড কাপের (Durand Cup 2023) ফাইনালে কলকাতা ডার্বি (Kolkata Derby)। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ের মাধ্যমেই নির্ধারিত হবে। নর্থ ইস্টের বিরুদ্ধে প্রথম সেমিফাইনাল জিতে ইস্টবেঙ্গল আগেই ডুরান্ডের ফাইনালে নিজেদের জায়গা পাকা করেছিল। এবার এফসি গোয়াকে (FC Goa) হারিয়ে মোহনবাগান সুপার জায়ান্টও (Mohun Bagan Super Giant) ফাইনালে পৌঁছে গেল। পশ্চিম ভারতের ক্লাবটিকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে নিজেদের জায়গা পাকা করে ফেলল কলকাতা জায়ান্ট। মোহনবাগানের হয়ে জেসন কামিন্স ও আর্মান্দো সাদিকু গোল করেন। 

ম্যাচের শুরুর দিকে এফসি গোয়াই বেশি ভাল খেলছিল। সাদাউই মোহনবাগান রক্ষণের ভুলের সুযোগে বল পায়ে পেলেও তাঁর শট বারের উপর দিয়ে বেরিয়ে যায়। মোহনবাগানের গোল করার প্রথম বড় সুযোগ পান পেত্রাতোস। তবে তাঁর শট ধীরজ রুখে দেন। অবশেষে ২৩ মিনিটে প্রথম সাফল্য পায় এফসি গোয়াই। হুগো বুমোসের একটি ভুল থেকেই গোলের দরজা খোলে এফসি গোয়া। তাঁর বাড়ানো পাস রুখে দিয়ে নিজেই গোলের দিকে ছুটে যান নোয়া সাদাউই। বক্সের বাইরে থেকেই জোরাল শটে বল জালে জড়িয়ে দেন তিনি। বিশাল কাইথের খুব দূরে না থাকলেও, শট তীব্রতা এতটাই ছিল যে তিনি তা প্রতিহত করতে পারেননি। অবশ্য পিছিয়ে পড়েও সবুজ মেরুন কিন্তু হতাশ হয়ে পড়েনি।

গোলের লক্ষ্যে একের পর এক আক্রমণ গড়ে তোলে মোহনবাগান। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই পেনাল্টি পায় সবুজ মেরুন। যদিও এফসি গোয়ার ফুটবলারদের দাবি ছিল ফাউল পেনাল্টি বক্সের বাইরে হওয়ায় পেনাল্টি নয়, বরং ফ্রি-কিক পাওয়ার কথা সবুজ মেরুনের। তবে রেফারি সেইসব বিষয়ে কর্ণপাত করেননি। পেনাল্টি স্পট থেকে দলকে সমতায় ফেরাতে কোনও ভুল করেননি মোহনবাগানের অজি স্ট্রাইকার জেসন কামিন্স। জালে বল জড়িয়ে দেন কামিন্স। ভুল দিকে ঝাঁপান গোয়ার গোলরক্ষক ধীরজ। প্রথমার্ধ ১-১ শেষ হয়।

দ্বিতীয়ার্ধের শুরুটা মোহনবাগান বেশ ভালই করে। ম্যাচের ৬০ মিনিটের মাথায় পরিবর্ত হিসাবে মাঠে নামা সাদিকু সবুজ মেরুনের হয়ে দুরন্তভাবে দূরপাল্লার শটে গোল করেন। প্রাক্তন মোহনবাগান ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান স্বভাববিরুদ্ধভাবে বল ক্লিয়ার করতে সম্পূর্ণ ব্যর্থ হন। ম্যাচের সমতায় ফেরার জন্য মরিয়া গোয়ার একাদশে মানোলো মার্কেজ কিছু বদল ঘটান। ম্যাচের ইনজুরি টাইমে জয় গুপ্ত গোয়াকে সমতায় ফেরানোর সুবর্ণ সুযোগও পেয়ে যান। তবে তাঁর হেডার দুরন্তভাবে ঝাঁপিয়ে বাঁচিয়ে দেন সবুজ মেরুন গোলরক্ষক কাইথ। হাফ ছেড়ে বাঁচেন সবুজ মেরুন সমর্থকরা। শেষমেশ ২-১ ম্যাচ শেষ হয়। ইস্টবেঙ্গলের মতোই পিছিয়ে পড়েও সেমিফাইনাল জিতে নিল মোহনবাগান।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: প্রজ্ঞাননন্দের জন্য ফুলের পাপড়ি বেছানো অভ্যর্থনা, মুখ্যমন্ত্রী দিলেন বিরাট আর্থিক পুরস্কার