Kunal Ghosh: মুখ্যমন্ত্রীর বিদেশ যাবেন কুণাল, যেতে চেয়ে হাইকোর্টে আবেদন, মত দিতে সময় চাইল CBI

আগামী ১২ সেপ্টেম্বর স্পেনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে রাজ্যের একাধিক শিল্পপতি যেতে পারেন বলে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রীর সেই সফরের সঙ্গী হতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।

সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর সঙ্গে বিদেশ সফরে যাওয়ার অনুমতি চেয়ে আদালতে আবেদন করেছেন কুণাল। তার প্রেক্ষিতে সিবিআই সময় চেয়েছে এ নিয়ে তাদের মতামত জানানোর জন্য।

সারদা চিটফান্ড মামলায় তাঁকে প্রথমে গ্রেফতার করে রাজ্য পুলিশ। পরে মামলাটি সিবিআই-এর হাতে চলে যায়। এই মামলায় দীর্ঘদিন ধরে জেলবন্দি ছিলেন তৃণমূল নেতা কুণাল। ২০১৬ সালে তিনি ছাড়া পান। শর্তসাপেক্ষে তাঁর জামিন মঞ্জুর করে আদালত। সেখানে বলা হয়, হাইকোর্টের অনুমতি ছাড়া তিনি বিদেশ যেতে পারবেন না। তাই আদালতে আবেদন করেছেন তিনি।

(পড়তে পারেন। মিলল কেন্দ্রের অনুমতি, সেপ্টেম্বরেই স্পেন ও দুবাই সফরে মমতা)

(পড়তে পারেন। দিল্লিতে মমতা-অভিষেকের সভার অনুমতি দেয়নি পুলিশ, কারণ ‘রাজনৈতিক’ বললেন কুণাল)

এই মামলার শুনানিতে বিচারপতি জয়মাল্য বাগচী জানতে চান, ‘কোনও বিচারাধীন ব্যক্তিকে কী ভাবে মুখ্যমন্ত্রীর বিদেশ সফরে নিয়ে যাওয়ার জন্য বেছে নেওয়া হল?’ অন্য দিকে সিবিআই-এর আইনজীবীর কাছে বিচারপতি প্রশ্ন, ‘পাঁচ-সাতদিনের জন্য ওনি যেতে চান। আপনারা আটকাচ্ছেন কেন?’ সিবিআই বিচারপতির কাছে নিজেদের মত জানানোর জন্য সময় চেয়েছেন। মামলার পরবর্তী শুনানি ৬ সেপ্টেম্বর।

রাজ্যে শিল্পের জন্য লগ্নি টানতেই বিদেশ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে জানা গিয়েছে। নবান্ন সূত্রে খবর, তিনি দুবাই এবং স্পেনে যাবেন বলে ঠিক হয়েছে। প্রথমে স্পেনে যাবেন। তার পর সেখান থেকে ফেরার পথে দুবাই যাবেন।  দুবাইতে অনাবাসী ভারতীয় শিল্পপতি এবং উদ্যোগপতিদের সঙ্গে দেখা করবেন তিনি। বাংলার শিল্প পরিবেশ এবং সুযোগ সুবিধা তাঁদের সামনে তুলে ধরা হবে। রাজ্য সরকার জমি এবং অন্যান্য সুবিধা দিতে যে প্রস্তুত সে কথাও তুলে ধরা হবে।