R Praggnanandhaa Meets Indian Prime Minister Narendra Modi At His Residence

নয়াদিল্লি: বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের (World Chess Championship) ফাইনালে বিশ্বের এক নম্বর দাবাড়ু ম্যাগনাস কার্লসেনের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই করেছিলেন রমেশবাবু প্রজ্ঞাননন্দ (R Praggnanandhaa)। তবে শেষ পর্যন্ত পরাজিতই হতে হয়েছিল ভারতীয় গ্র্যান্ডম্যাস্টারকে। তবে তাঁর লড়াকু মানসিকতা সকলেরই মন জিতে নিয়েছে। এবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে দেখা করলেন প্রজ্ঞাননন্দ।

আজ, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট প্রধানমন্ত্রীর বাসভবনে তাঁর সঙ্গে দেখা করেন প্রজ্ঞাননন্দ। সপরিবারেই প্রধামন্ত্রীর সঙ্গে দেখা করেন ভারতীয় গ্র্যান্ডমাস্টার। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে উচ্ছ্বসিত প্রজ্ঞাননন্দ। সোশ্যাল মিডিয়ায় নিজের অভিজ্ঞতা শেয়ার করে প্রজ্ঞাননন্দ লেখেন, ‘প্রধামন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর বাসভবনে দেখা করাটা দারুণ সৌভাগ্যের। আমাকে এবং আমার পরিবারকে উৎসাহ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ স্যর।’

প্রজ্ঞাননন্দের পোস্টটি প্রধানমন্ত্রী নিজের সোশ্যাল মিডিয়ায়ও শেয়ার করেন। তিনিও নিজের উচ্ছ্বাস সকলের সঙ্গে ভাগ করে নেন তিনি। ‘৭, লোক কল্যাণ মার্গে আজ বিশেষ অতিথিরা উপস্থিত ছিলেন। তোমার ও তোমার পরিবারের সঙ্গে দেখা করতে পেরে আমি খুবই আনন্দিত প্রজ্ঞাননন্দ। তোমার প্যাশন ও অধ্যাবসায় শেখার মতো। তুমি প্রমাণ করে দিয়েছো যে ভারতীয় তরুণরা যে কোনও ক্ষেত্রেই সফল হওয়ার দক্ষতা রাখে। তোমার জন্য আমি গর্বিত।’ লেখেন প্রধানমন্ত্রী মোদি।

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: সুনীল-সোনমের ঘরে এল পুত্রসন্তান, অভিনন্দনবার্তায় ভাসছেন দম্পতি