Sourav Ganguly Picks Indian Cricket Team As Favorite For CWC 2023 On Home Soil

নয়াদিল্লি: ওয়ান ডে বিশ্বকাপ (ODI World Cup 2023) শুরু হতে আর হাতে মাত্র মাসখানেক সময় বাকি। শুরু হয়ে গিয়েছে এশিয়া কাপ। এই এশিয়া কাপ থেকেই বিশ্বকাপের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। বিশ্বকাপের আগে এশিয়া কাপে ভাল পারফরম্যান্স, যে কোনও দলেরই আত্মবিশ্বাস বাড়াবে। এশিয়া কাপে তাই ভারতীয় দলের (Indian Cricket Team) পারফরম্যান্সের দিকেও তাকিয়ে সকল টিম ইন্ডিয়া সমর্থক। তবে প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) স্পষ্ট জানিয়ে দিচ্ছেন যে ঘরের মাঠে টিম ইন্ডিয়াই ফেভারিট।

সৌরভ বলেন, ‘ঘরের মাঠে ভারতীয় দল সবসময়ই ফেভারিট। ভারতীয় দল খুবই শক্তিশালী। যদি দলের সকল খেলোয়াড় ফিট থাকে, তাহলে চেনা পরিস্থিতিতে ভারতের সবসময়ই (বিশ্বকাপ জয়ের) সুযোগ থাকবে। ভারতীয় দল কেমন খেলে এবং দলের ফাস্ট বোলাররা কেমন পারফর্ম করে, তার উপর অনেক কিছু নির্ভর করবে। তবে এটা ভারত নয়, সকলের জন্যই প্রযোজ্য। ভারতের ক্ষেত্রে সুবিধাটা হল ঘরের মাঠে চেনা পরিবেশ, পরিস্থিতিতে ওরা ম্যাচগুলি খেলবে।’

বিশ্বকাপে ১৪ অক্টোবর আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত ও পাকিস্তান একে অপরের মুখোমুখি হবে। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ ইতিমধ্যেই চড়তে শুরু করেছে। হোটেল বুকিং থেকে টিকিট পাওয়া, সবকিছুরই চাহিদা একেবারে তুঙ্গে। সৌরভ মেনে নিচ্ছেন ভারত-পাকিস্তানের ম্যাচে চরম উত্তেজনা থাকবে এবং সেটা আর পাঁচটা সাধারণ ম্যাচের থেকে আলাদা। তবে তিনি খেলোয়াড়দের এই নিয়ে বাড়তি ভাবনাচিন্তা না করারও পরামর্শ দিচ্ছেন। ‘এটা বিরাট বড় ম্যাচ। অতীতেও ছিল এবং ভবিষ্যতেও থাকবে। তবে এটাকে আমি ভারত-অস্ট্রেলিয়া বা ভারত-দক্ষিণ আফ্রিকার ম্যাচের মতোই মনে করতাম। আমি মনে করতাম দিনের শেষে সেই তো সাদা বা লাল বলের বিরুদ্ধেই আমাকে খেলতে হবে এবং সেইভাবেই আমি নিজেকে প্রস্তুত করতাম। গোটা বিষয়টা নিয়ে বেশি ভাবনাচিন্তা করলে কিন্তু হিতের বিপারীত হতে পারে।’ বলে দাবি সৌরভের।

প্রাক্তন ভারতীয় অধিনায়ক গেমচেঞ্জার হিসাবে হার্দিক পাণ্ড্যকে বেছে নেন। তিনি বলেন, ‘আমি সবসময় বলি যে অধিনায়ক, কোচ, নির্বাচকদের সম্মিলিতভাবে হার্দিক পাণ্ড্যকে টেস্ট ম্যাচ খেলার জন্য রাজি করা প্রয়োজন। ভারতে হয়তো ওর বোলিংয়ের তেমন প্রয়োজনীয়তা নেই, তবে দেশের বাইরে ওর বোলিং দলকে ভারসাম্য দেয়। দেশের বাইরে টেস্ট ম্যাচ আয়োজিত হলে ওর হলে খেলা উচিত এবং দিনে ১০ ওভার বল করারও প্রয়োজন। ভারতের জন্য হার্দিক পাণ্ড্য ভীষণ গুরুত্বপূর্ণ।’

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: ক্যান্ডিতে ওয়ান ডে ক্রিকেটে অপরাজিত ভারত, পাক-যুদ্ধের আগে রোহিতদের ভরসা রেকর্ড