Google Tool: সস্তায় বিমানের টিকিট কাটতে চান? গুগলটা খুললেই হবে, জেনে নিন সহজ কৌশল

গুগলে এমন একটা টুলস আছে যেটার মাধ্যমে আপনি বেশ সস্তায় বিমানের টিকিট বুক করতে পারবেন। কীভাবে জানেন?

ধরুন আপনি কোনও শহরে যাওয়ার জন্য বিমানের টিকিটের খোঁজ করছেন! সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন ওপরের দিকে একটা কার্ড দেখা যাচ্ছে। সেখানে ফ্লাইট সংক্রান্ত তথ্য পাবেন। আর গুগলের স্পেশাল টুলস আছে গুগল ফ্লাইট, যেটা দিয়ে আপনি কিছুটা সস্তায় বিমানের টিকিট কাটতে পারবেন।

গুগল ফ্লাইটস ওয়েবসাইটে গিয়ে আপনি দেখতে পারবেন ঠিক কোন সময়ে আপনি সস্তায় ফ্লাইট বুক করতে পারবেন।

এরপর গ্রাফের মতো করে আপনাকে দেখানো হবে ফ্লাইটের যে টিকিট আপনি দেখছেন সেটা কিছুটা কম, নাকি বেশি অথবা গড়পরতা। সেই অনুসারে আপনি পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

এবার আপনি এই টিকিট বুকও করতে পারবেন। কখন ফ্লাইটটি ছাড়ছে সহ ফ্লাইটের বিস্তারিত বিবরণ জেনে নিন।

এই গুগল ফ্লাইটস ব্যাপারটা ঠিক কী?

এটা আসলে গুগল ট্রাভেলের একটা অংশ। এর জন্য আলাদা অ্যাপ বা আলাদা ওয়েবসাইটের কোনও ব্যাপার নেই।

একেবারে সরাসরি এই গুগল ট্রাভেলসে গিয়ে সেখান থেকে গুগলস ফ্লাইটে গিয়ে আপনি টিকিট বুক করতে পারবেন।

এই গুগল ফ্লাইটসে একাধিক ফিল্টার দেওয়া থাকে। টিকিটের দামের ভিত্তিতে গ্রাহক প্রয়োজন মনে করলে একাধিক একই ধরনের ফ্লাইট দেখতে পাবেন। এবার যদি আপনি এক্সপ্লোর ফিচারসটা দেখেন তবে আপনি একাধিক জনপ্রিয় গন্তব্যের ম্য়াপও দেখতে পাবেন।

কীভাবে আপনি বিমানের টিকিট কিছুটা সস্তায় পাবেন?

এই গুগল ফ্লাইটসের মাধ্যমে বিমানের টিকিট বুক করলে আপনি খুব সহজেই অন্তত কিছুটা সস্তায় টিকিট বুক করতে পারবেন। আর যাত্রার তিন সপ্তাহ আগে যদি আপনি ফ্লাইট বুক করেন তবে অন্তত ২০ শতাংশ খরচ আপনি বাঁচাতে পারবেন।

আর ফ্লাইটের দাম যদি কমে তবে আপনি ইমেলের মাধ্যমে তার নোটিফিকেশনও পাবেন। মানে এটা বলাই যায় অন্য কোনও ওয়েবসাইটে আপনি এর চেয়ে কমে ফ্লাইট বুক করতে পারবেন না। এটা বলা যেতেই পারে। খবর লাইভ হিন্দুস্তান সূত্রে।