Municipal Recruitment Scam: নিয়োগ দুর্নীতিতে ১২ পুরসভাকে নোটিশ ইডির, তলব পড়ল অয়ন শীলের সংস্থার হিসাবরক্ষকের

পুর নিয়োগ দুর্নীতি তদন্তের গতিতে অসন্তুষ্ট আদালতের ধমক খেয়েই ১২টি পুরসভাকে নোটিশ পাঠাল ইডি। সঙ্গে অয়ন শীলের সংস্থা এবিএস ইনফোজোনের হিসাবরক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করল তারা। ইডির নোটিশের পর পুরসভা নিয়োগ দুর্নীতি তদন্তের গতি বাড়ে কি না সেটাই দেখার।

বৃহস্পতিবার পুর নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা বলেন, একই তথ্য দিয়ে বারবার রিপোর্ট দিচ্ছেন আদালতে। তদন্তে অগ্রগতির উল্লেখ কোথায়? এত টাকা নেওয়া হয়েছে। সেই টাকা কাদের কাছে গেল তার হদিশ করতে হবে। প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তে যে SIT গঠন করা হয়েছে তারাই পুর নিয়োগ দুর্নীতির তদন্ত করবে। তদন্ত হবে আদালতের নজরদারিতে।

এর পরই এদিন ১১টি পুরসভাকে নোটিশ পাঠিয়ে, পুর নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য চেয়ে পাঠিয়েছেন তদন্তকারীরা। কবে কাকে কোন পদে নিয়োগ করা হয়েছে তা জানতে চাওয়া হয়েছে নোটিশে। নিয়োগের ক্ষেত্রে পদ্ধতি মানা হয়েছে কি না তাও জানতে চাওয়া হয়েছে।

ওদিকে অয়ন শীলের সংস্থার হিসাবরক্ষকের থেকে ইডি জানতে চায়, কার কাছ থেকে কত টাকা নিয়ে নিয়োগ করা হয়েছে? টাকার বিনিময়ে কোন পুরসভায় কত নিয়োগ হয়েছে? সেই টাকা কোথায় গিয়েছে?

ইডির দাবি, শিক্ষক নিয়োগ দুর্নীতির মতো পুরসভা নিয়োগ দুর্নীতিতেও কোটি কোটি টাকার খেলা হয়েছে। এই দুর্নীতির তদন্তে ইতিমধ্যে রাজ্যের দমকলমন্ত্রী তথা দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন উপ প্রধান সুজিত বসুকে তলব করেছেন গোয়েন্দারা। বৃহস্পতিবারই নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু দুপুর পর্যন্ত সেখানে তাঁকে দেখা যায়নি। সিবিআইয়ের নোটিশ পাওয়ার কথা কখনও স্বীকার করেননি সুজিতবাবু।