Train Update: কৌশিকী অমাবস্যার আগে কি তারাপীঠের ট্রেন ঠিকঠাক চলবে? কচুয়ার জন্য স্পেশাল ট্রেন

বর্ধমানের পরে রামপুরহাটে যেতে হবে এটা মনে এলেই অনেকের কান্না পাচ্ছে। রামপুরহাট-চাতরা লাইনে থার্ড লাইনের কাজের জেরে বহু ট্রেন বাতিল করা হয়েছে। একাধিক ট্রেনকে ঘুরপথে চালানো হচ্ছে। উত্তরবঙ্গগামী প্রায় সব এক্সপ্রেস ট্রেনকে কাটোয়া দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এর জেরে শান্তিনিকেতনে, তারাপীঠে যাত্রী সংখ্য়া ক্রমেই কমছে। 

এদিকে একাধিক ট্রেনকে ঘুরপথে পাঠিয়ে দেওয়ার জেরে সমস্যায় পড়েছেন পর্যটকরা। তারাপীঠে বিভিন্ন পূণ্য তিথিতে ভক্তদের ভিড় হয়। সামনেই কৌশিকী অমাবস্যা। সেদিন তারাপীঠে ভিড় উপচে পড়ে। কিন্তু পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে টেনশন বাড়ছে অনেকের। কারণ ট্রেন ঠিকঠাক না চললে এত পর্যটক আসবেন কীভাবে? 

তবে সূত্রের খবর, ৭ সেপ্টেম্বর পর্যন্ত এই কাজ হবে। তারপর পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। তারপর আগামী ১৩-১৪ সেপ্টেম্বর তারাপীঠে দেবীর বিশেষ পুজো। সেক্ষেত্রে সেই সময় ট্রেন পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে। এমনটাই আশা করা হচ্ছে। সেক্ষেত্রে সেই সময় পূণ্যার্থীদের ভিড় উপচে পড়তে পারে। তবে সেই সময় ট্রেন পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে একথা জেনেই টিকিট কাটার ধূম পড়ে গিয়েছে। কারণ সেই সময় ট্রেনে সমস্যা হলে পূণ্যার্থীদের সমস্যা বাড়বে। সেকারণেই তার আগেই কাজ মিটিয়ে দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে চাইছে রেল। 

এদিকে এই কৌশিকী অমাবস্যার দিকে তাকিয়ে থাকেন ভক্তরা। আবার হোটলে ব্যবসায়ী সব তারাপীঠকে কেন্দ্র করে যাদের আয় হয় তাঁরা এই দিনের জন্য অপেক্ষা করে থাকেন। তাঁরাও চাইছেন কৌশিকী অমাবস্যার আগে যেন ট্রেন পরিষেবা স্বাভাবিক হয়। 

অন্যদিকে  বাবা লোকনাথের জন্মদিন উপলক্ষ্য়েও কচুয়াতে প্রচুর ভক্ত সমাগম হয়। দূর দূরান্ত থেকে ভক্তরা এসে জড়ো হন বাবা লোকনাথের পূণ্যভূমি কচুয়াতে। ট্রেনে সেই সময় মারাত্মক ভিড় থাকে। তবে এবার ৫-৬ সেপ্টেম্বর এক জোড়া স্পেশাল ট্রেন চালানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে খবর। বারাসত- হাসবনাবাদ শাখার কাঁকরা মির্জাপুর হল্টের জন্য এই ট্রেন বারাসত স্টেশন থেকে ছাড়বে। ট্রেনের সময় সারণী এক্ষেত্রে মিলিয়ে নিতে পারেন।