World Champion Neeraj Chopra Finishes Second In Zurich Diamond League

জুরিখ: সদ্য বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন। বুদাপেস্টে সোনা জিতে ১৪০ কোটি ভারতবাসীকে দিয়েছেন গর্বের মুহূর্ত। জুরিখে ডায়মন্ড লিগে অবশ্য পোডিয়ামের শীর্ষস্থান পাওয়া হল না নীরজ চোপড়ার (Neeraj Chopra)। তবে খালি হাতেও ফিরছেন না তিনি। ডায়মন্ড লিগে (Zurich Diamond League) জ্যাভলিন থ্রোয়ে রুপো জিতলেন ভারতীয় তারকা।

বুদাপেস্টে জ্যাভলিনে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর নীরজ জানিয়েছিলেন, ৯০ মিটার দূরত্ব অতিক্রম করতে চান। তবে বৃহস্পতিবার সেরা ছন্দে ছিলেন না ভারতীয় অ্যাথলিট। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর প্রথম ইভেন্টে নেমে সোনা হাতছা়ড়া হল নীরজ চোপড়ার। তবে ইউজ়িনে ডায়মন্ড লিগ ফাইনালের যোগ্যতা অর্জন করেছেন নীরজ। জুরিখ ডায়মন্ড লিগে রুপো জিতলেন অলিম্পিক্স ও বিশ্বচ্যাম্পিয়ন নীরজ। ১৭ সেপ্টেম্বর  ডায়মন্ড লিগ ফাইনালে ফের সোনা জয়ের সুযোগ থাকবে নীরজের সামনে।

ডায়মন্ড লিগে সোনা জয়ের হাতছানি ছিল নীরজের কাছে। তবে দ্বিতীয় ও তৃতীয় থ্রো ফাউল হওয়ায় একটা সময় পাঁচে নেমে গিয়েছিলেন নীরজ। ঘুরে দাঁড়ান চতুর্থ প্রয়াসে। শেষ থ্রো-টি জুরিখে নীরজের সেরা হলেও তাতে সোনা নিশ্চিত হয়নি। ৮৫.৭১ মিটার দূরত্ব অতিক্রম করেন তিনি।

নীরজকে ছাপিয়ে গেলেন জাকুব ভাদলেচ। জুরিখ ডায়মন্ড লিগে সোনা জিতলেন চেক প্রজাতন্ত্রের অ্যাথলিট। চলতি মরশুমে সেরা থ্রো (৮৯.৫১ মিটার)-টিও তাঁরই। এদিন সোনা পেলেন ৮৫.৮৬ মিটার থ্রো-র সৌজন্যে। নীরজের সেরা থ্রো ছিল ৮৫.৭১ মিটারের। নীরজের প্রথম থ্রো যায় ৮০.৭৯ মিটার। দ্বিতীয়, তৃতীয় ও পঞ্চম থ্রো ফাউল হয়। চতুর্থ থ্রো নীরজকে তুলে আনে দুইয়ে। উল্লেখ্য, চলতি মরশুমে তাঁর সেরা থ্রো ৮৯.৯৪ মিটারের।                              

বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা জেতার পর নীরজ বলেছিলেন, পরের ইভেন্টে তাঁর লক্ষ্য ৯০ মিটারের মাইলফলক ছোঁয়া। যদিও জুরিখেও সেই লক্ষ্যপূরণ হলো না নীরজের। ভাদলেচের চতুর্থ থ্রো তাঁর সোনা জয় নিশ্চিত করল। নীরজের মতো তাঁরও পঞ্চম প্রয়াস ফাউল হয়। জার্মানির জুলিয়ান ওয়েবার পেলেন ব্রোঞ্জ, চতুর্থ প্রয়াসে ৮৫.০৪ মিটার দূরত্ব অতিক্রম করেন।                

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন