ফুটবল টুর্নামেন্ট খেললো বিএনপি

দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। শনিবার (২ সেপ্টেম্বর) রাজধানীর খিলক্ষেত নামাপাড়া মালেক মাতাব্বর রোড কনকর্ড লেকসিটি সংলগ্ন মাঠে টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় চারটি দল।

জাতীয়তাবাদী ক্রীড়া দলের আয়োজনে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিএনপি স্থায়ী কমিটি সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস-চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আহ্বায়ক আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, বিএনপি ছাত্র বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বকুল প্রমুখ।

এসময় অতিথিদের হাতে ক্রেস্ট তুলে দেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক এবং আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটি সদস্য তাবিথ আউয়াল।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট কমিটি আহ্বায়ক মঈনুল হক মঈন। সঞ্চালন করেন টুর্নামেন্ট কমিটি সদস্য সচিব আওলাদ হোসেন মোল্লা।

আয়োজকরা জানিয়েছেন, টুর্নামেন্টের প্রথম খেলায় ‘খুলনা বিভাগ’ টিমকে হারিয়ে ফাইনালে ওঠে ‘নরসিংদী জেলা’। দ্বিতীয় খেলায় ‘ঢাকা জেলা’কে হারিয়ে ‘মিরপুর একাদশ’ ফাইনালে খেলে।

চূড়ান্ত খেলায় ‘নরসিংদী জেলা’ টিমকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকের নেতৃত্বে ‘মিরপুর একাদশ’।