IND Vs PAK, Asia Cup 2023: Ishan Kishan Hits Fourth Consecutive ODI Fifty, Emulates MS Dhoni’s Feat

পাল্লেকেলে: ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ইনিংস ওপেন করে ওয়ান ডে সিরিজে টানা তিন ম্য়াচে হাফসেঞ্চুরি করেছিলেন। ৩ ম্যাচে ১৮৪ রান করে সিরিজের সেরা ক্রিকেটারও হয়েছিলেন।

সেই ঈশান কিষাণ (Ishan Kishan) শনিবার পাল্লেকেলেতে পাকিস্তানের (Ind vs Pak) বিরুদ্ধেও হাফসেঞ্চুরি করলেন। সেই সঙ্গে স্পর্শ করলেন কিংবদন্তি মহেন্দ্র সিংহ ধোনিকে।

কীভাবে?

ওয়ান ডে ক্রিকেটে টানা চার ম্য়াচে হাফসেঞ্চুরি করার নজির রয়েছে ধোনির। যা ভারতীয় উইকেটকিপারদের মধ্যে সেরা। সেই নজির গড়লেন ঈশানও। ধোনির পর ভারতের দ্বিতীয় উইকেটকিপার হিসাবে টানা চার ওয়ান ডে ম্যাচে হাফসেঞ্চুরি করলেন।

শনিবার পাল্লেকেলের মেঘলা, স্যাঁতস্যাঁতে আবহাওয়ার তখন আগুন ঝরাচ্ছেন পাক পেসাররা। শাহিন শাহ আফ্রিদি-হ্যারিস রউফ-নাসিম শাহ ত্রয়ীর দাপটে বিপর্যস্ত ভারতের টপ অর্ডার ব্যাটিং। একটা সময় ১৪.১ ওভারে ৬৬/৪ হয়ে গিয়েছিল ভারত। ড্রেসিংরুমে ফিরে গিয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলির মতো মহারথীরা।

সেখান থেকেই পাল্টা লড়াই শুরু করলেন ঈশান। ঝাড়খণ্ডের উইকেটকিপার পাশে পেলেন হার্দিক পাণ্ড্যকে। পঞ্চম উইকেটে প্রতিরোধ গড়ে তুললেন দুজনে। এই ম্যাচেই ব্যাট হাতে ভারতের হয়ে নতুন ইতিহাস গড়লেন হার্দিক পাণ্ড্য (Hardik Pandya) ও ঈশান কিষাণ (Ishan Kishan)। এশিয়া কাপের ইতিহাসে পঞ্চম উইকেটে ভারতের হয়ে সর্বাধিক রানের পার্টনারশিপের মালিক এখন ঈশান ও হার্দিক।

দু’জনে মিলে ১৪২ বলে ১৩৮ রান যোগ করেন। এটাই এশিয়া কাপের ইতিহাসে পঞ্চম উইকেটে ভারতের সর্বোচ্চ রানের পার্টনারশিপ। ঈশানরা যুবরাজ সিংহ ও রাহুল দ্রাবিড়ের রেকর্ড ভাঙলেন। রাহুল ও যুবরাজ ২০০৪ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৩৩ রান যোগ করেছিলেন। সেই রেকর্ডের মালিক এখন ঈশান-হার্দিক। তবে শেষমেশ হ্যারিস রউফের বলে পুল করতে গিয়ে আউট হন ঈশান। ৮১ বলে ৮২ রান করে আউট হন তিনি।

ঈশানের ইনিংস দেখার পর প্রশ্ন উঠছে, কেন ওপেনিংয়ে খেলানো হল না তাঁকে? কেন ছন্দ হাতড়ে বেড়ানো শুভমন গিলকে নামানো হল তাঁর পরিবর্তে? যেখানে ইনিংস ওপেন করে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে সিরিজের সেরা হয়েছেন ঈশান। গিল শুরুতেই ডট বল খেলে চাপ বাড়ালেন। ৯ বলে করলেন প্রথম রান। শেষ পর্যন্ত ৩২ বলে ১০ রান করে ফিরলেন। 

ঈশানের সাবলীল ব্যাটিংয়ে সেই চাপ কাটিয়ে কিছুটা বেরল ভারত।

আরও পড়ুন: Eden Gardens Exclusive: কোনও দলের বায়নাতেই পিচের চরিত্র বদল নয়, ইডেনের কিউরেটরকে বলে গেলেন আইসিসি প্রতিনিধি

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial