Viral video: রাখিতে রেকর্ড গড়লেন খান স্যার, ৭০০০-এর বেশি রাখি বাঁধল মেয়ে পড়ুয়ারা

রাখির মানেই ভাই বোনের আনন্দের অনুষ্ঠান। এই উৎসবে সারা দিন জুড়েই চলে হাসি, মজা হই হট্টগোল। সম্প্রতি পটনায় খান স্যারের ক্লাসেও এই অনুষ্ঠান করা হয়েছিল। নিমন্ত্রণ ছিল সমস্ত ছাত্রছাত্রীদের। কম বেশি দশ হাজার পড়ুয়া পড়ে খান স্যরের টিউশন ক্লাসে। সেই ক্লাসের ফাঁকেই রাখি পরানোর অনুষ্ঠান হয়। আর সেই অনুষ্ঠানেই রীতিমতো রেকর্ড গড়েছেন ওই স্যর। বিহারের পটনার বিখ্যাত স্যরকে এই দিন রেকর্ড সংখ্যক রাখি পরানো হয়। সব পড়ুয়ার রাখি মিলিয়ে সংখ্যাটা ছাড়িয়ে যায় সাত হাজার। আর এতগুলো রাখি পরেই রীতিমতো রেকর্ড গড়লেন তিনি।

(আরও পড়ুন: বাজি ছাড়াও ‘অন্য কাজে’ হাত লাগান মোচপোল-কাঠুরিয়ার মহিলারা! ঝুঁকি বেশি নাকি লাভ)

জনপ্রিয় খান স্যরকে রাখি পরাতে এই দিন থিকথিকে ভিড় হয়। ভিড়ের শেষে দেখা যায়, হাত রীতিমতো ভারি হয়ে গিয়েছে তাঁর। এই দিন ইউটিউবে রাখি পরার অভিজ্ঞতা ভাগ করে নেন তিনি। ভিডিয়োতে ক্যামেরার সামনে নিজের হাত তুলেও দেখান খান স্যর। দেখা যায়, হাতের কবজি থেকে কনুই রাখিতে ভরাট। রাখির উপর রাখি বেঁধে রীতিমতো গোল হয়ে আছে সবটা। খান স্যর ভিডিয়োতে সবাইকে রাখি উৎসবের শুভেচ্ছা জানান। একইসঙ্গে বলেন, মেয়েদের পড়াশোনা নিয়ে। মেয়ে সন্তানকে পড়াশোনার সুযোগ করে দিতে বলেন তিনি। নিজের দর্শকদের কাছে কন্যাসন্তানের শিক্ষার আর্জি জানান। সারা ভারতেই যে এটা জরুরি সে কথাও বলতে শোনা যায় তাঁকে। একই সঙ্গে সবাইকে ধন্যবাদ জানান এত ভালোবাসার জন্য।

(আরও পড়ুন: ফেরার এবাদুলের বাড়ির পাশেই কাঠুরিয়া স্কুল!শিশুদের গায়েও কি পড়ছে বারুদের ঘ্রাণ)

এই দিনের ভিডিয়ো ইউটিউবে পোস্ট করতেই তা ভাইরাল হয়ে যায়। একের পর এক লাইক ও কমেন্ট করতে থাকে খান স্যরের অনুরাগীরা। তাদের কারও কথায়, ‘বিশ্বরেকর্ড গড়েছেন খান।’ আবার কারও কথায়, ‘আপনিই সেরা শিক্ষক।’ একের পর এক কমেন্টে ভরে ওঠে কমেন্ট সেকশন। কোনও কোনও দর্শক নারীশিক্ষার জন্য অভিবাদনও জানিয়েছেন খান স্যরকে। ভিডিয়োতে ভিউসের সংখ্যা কয়েক ঘন্টার মধ্যেই মিলিয়নের কোঠা পেরিয়ে যায়।