ইনজুরি টাইমের গোলে আর্সেনালের কাছে হারলো ম্যানইউ

আগের ম্যাচে নটিংহ্যাম ফরেস্টের কাছে চার মিনিটে দুই গোল হজম করেও ঘুরে দাঁড়িয়ে জিতেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। এবার তাদের কাছে পিছিয়ে পড়ে দারুণ প্রত্যাবর্তন করে আর্সেনাল। পয়েন্ট ভাগাভাগির স্বপ্ন দেখতে থাকা ম্যানচেস্টার ক্লাবের জালে ইনজুরি টাইমে দুইবার বল পাঠায় গানাররা।

স্টপেজ টাইমে ক্লাবের রেকর্ড চুক্তি ডেকলান রাইস ও গ্যাব্রিয়েল জেসুস গোল করে আর্সেনালকে জয় এনে দেন। রবিবার ঘরের মাঠে তারা ৩-১ গোলে হারিয়েছে ম্যানইউকে।

যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে কাছের পোস্ট দিয়ে জাল কাঁপান রাইস। এর পাঁচ মিনিট পর জেসুস চমৎকার গোল করে তিন পয়েন্ট নিশ্চিত করেন।

এই দুই গোল হজমের সঙ্গে ম্যানইউর হতাশা বাড়িয়েছে অফসাইডে গোল বাদ পড়ায়। বদলি খেলোয়াড় আলেজান্দ্রো গারনাচো ইনজুরি টাইমে ২-১ গোলে এগিয়ে দেন দলকে। কিন্তু ভিএআর ভিডিও দেখে সেই স্কোর আর থাকেনি।

২৭তম মিনিটে মার্কাস র‌্যাশফোর্ড ম্যানইউকে লিড এনে দেন। তবে তাদের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। এক মিনিটেরও কম সময়ের মধ্যে মার্টিন ওডেগার্ডের সৌজন্যে গোল শোধ দেয় আর্সেনাল।

দ্বিতীয়ার্ধে আর্সেনালকে পেনাল্টি দেওয়া হয়েছিল তাদের খেলোয়াড় কাই হ্যাভার্জ বক্সে পড়ে গেলে। কিন্তু রেফারি অ্যান্থনি টেলর মনিটর দেখে সিদ্ধান্ত পাল্টে ফেলেন।

মিকেল আর্তেতার দল চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে। দুটি করে জয় ও হারে ৬ পয়েন্ট নিয়ে ১১তম ম্যানইউ।