পচা মাংসের মত গন্ধ ছড়াচ্ছে ফুলগাছ, দেখতে ভিড় জমাচ্ছেন শয়ে শয়ে মানুষ

যত কান্ড লস অ্যাঞ্জেলসে! বিরাট এক অতিকায় ফুল থেকে বেরোচ্ছে ঝাঁঝালো মাংস পচার মত গন্ধ আর সেই ফুল দেখতেই ভিড় জমাচ্ছে শয়ে শয়ে মানুষ। হ্যাঁ এমনই ঘটনা ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে হান্টিংডন লাইব্রেরিতে। এই লাইব্রেরীর প্রাঙ্গনেই এই বিরাট অতিকায় ফুলটি অবস্থান করছে, যার বিজ্ঞানসম্মত নাম ‘অ্যামোরফোফালাস টাইটানাম’। বিভিন্ন কল্পবিজ্ঞানের বইতে মানুষখেকো গাছ কিংবা ফুলের কথা আমরা সকলেই কমবেশি পড়েছি। কিন্তু বাস্তবের জগতেও কি এমন উদ্ভিদের সন্ধান মেলে? সেই প্রশ্নটাই যেন উসকে দিচ্ছে এই বিরাটাকার উদ্ভিদ। এই ফুলে পচা মাংসের গন্ধই বা আসছে কোথা থেকে? সেই প্রশ্ন উঁকি দিচ্ছে বিজ্ঞানী থেকে দর্শক সকলের মনে।

(আরও পড়ুন: Upper Primary merit list: উচ্চ প্রাথমিকের মেধা তালিকায় অসঙ্গতি, কমিশনের কাছে রিপোর্ট চাইল হাইকোর্ট) 

বিজ্ঞানীরা অনুসন্ধান করছে এই রহস্যময় গাছ সম্পর্কে নানান তথ্য। বিরল প্রজাতির ফুল গাছ ‘কর্পস প্ল্যান্ট’ বিস্ময় জাগাচ্ছে উদ্ভিদ বিজ্ঞানীদের মনেও। এই প্রদর্শনীতেই দেখা মেলে উদ্ভিদবিদ ব্রাইস ডুনের সঙ্গে। সংবাদ সংস্থার প্রশ্নের উত্তরে ব্রাইস জানান, ‘এই ফুল থেকে পচা মাংসের গন্ধ বেরোয়। এটা আসলে ক্যারিয়ান মাছিদের আকর্ষণের চেষ্টা। যত বেশি পচা গন্ধ বেরোবে এটা থেকে ততই বেশি সংখ্যায় মাছিরা ছুটে আসতে থাকবে এই ফুলের কাছাকাছি।’ অর্থাৎ মাছির মত পতঙ্গকে খাদ্য হিসেবে গ্রহণ করে এই বিরল জাতের উদ্ভিদটি।

(আরও পড়ুন: Leaps and Bounds: ফাইল ডাউনলোডের তদন্তে ইডিকে সশরীরে হাজিরার নির্দেশ কলকাতা পুলিশের) 

গুরুত্বপূর্ণ বিষয় হল, কেবল চারিত্রিক বৈশিষ্ট্যের জন্যই নয়, উদ্ভিদ প্রজাতির রেডডেটা বুকেও নাম রয়েছে কর্পস প্ল্যান্ট নামক গাছটির। উদ্ভিদবিদদের মতে আমেরিকা জুড়ে ব্যাপক পরিমাণে নগরায়নের ফলেই পরিবেশ থেকে হারিয়ে যাচ্ছে। বর্তমানে সারা বিশ্বে হাজার খানেক কর্পস প্ল্যানের অস্তিত্ব আছে বলে মনে করছেন উদ্ভিদবিদরা। এখন দেখার এই উদ্ভিদ সংরক্ষণ এর মাধ্যমে তার বিপন্নতা দূর করা যায়, নাকি উন্নয়নের বলি হতে হবে এই বিরল প্রজাতির উদ্ভিদ প্রজাতিকে।