Asia Cup 2023 Bangladesh Give Target Of 335 Runs Against Afghanistan Match 4 Innings Highlights Gaddafi Stadium

লাহোর: আফগানিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের (AFG vs BAN) হয়ে ব্যাট হাতে জ্বলে উঠলেন মেহেদি হাসান মিরাজ (Mehidy Hasan Miraz) ও নাজমুল হোসেন শান্ত (Najmul Hossain Shanto)। দুইজনেই দুরন্ত শতরান হাঁকালেন। তৃতীয় উইকেটে শান্ত, মিরাজের ১৯৪ রানের পার্টনারশিপে ভর করেই আফগানিস্তানের বিরুদ্ধে নির্ধারিত ৫০ ওভারে বাংলাদেশ পাঁচ উইকেটের বিনিময়ে ৩৩৪ রান তুলল। 

ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসান। প্রথমে ব্যাটে নেমে বাংলাদেশ ওপেনাররা শুরুটা কিন্তু দারুণভাবে করে। মিরাজ ও মহম্মদ নঈম প্রথম পাওয়ার প্লেতে বেশ জমাটি ব্যাটিং করেন। নঈম আগ্রাসী ব্যাটিং করেন, মিরাজ খানিকটা দেখেশুনে ধরে খেলছিলেন। তবে পাওয়ার প্লের একেবারে শেষ বলে মুজিব উর রহমানের বলে ২৮ রানে বোল্ড হন নঈম। তৌহিদ হৃদয়কে তিনে ব্যাট করতে পাঠানো হলেও, এই পরীক্ষাটা সফল হয়নি। শূন্য রানেই তাঁকে সাজঘরে ফেরান গুলবদিন নাইব।

এরপর মিরাজকে সঙ্গ দিতে নামেন শান্ত। গত ম্যাচে বাংলাদেশ হারলেও, ৮৯ রানের লড়াকু ইনিংস খেলেছিলেন শান্ত। ভাল ছন্দে রয়েছেন তিনি। এই ম্যাচেও তাঁর প্রভাব দেখা যায়। শান্ত ও মিরাজ বাংলাদেশের ইনিংসকে এগিয়ে নিয়ে যান। শান্তর দুরন্ত ছক্কায় ৬৪ বলে তৃতীয় উইকেটে অর্ধশতরানের পার্টনারশিপ পূরণ হয়। ৬৫ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন মিরাজ। দুই তারকার পার্টনারশিপে বড় শটের পাশাপাশি এক, দুই রানের ভাল সংমিশ্রণ লক্ষ্য করা যায়।

দেখতে দেখতেই মিরাজ নিজের কেরিয়ারের দ্বিতীয় ওয়ান ডে শতরান পূরণ করে ফেলেন। ১১৫ বলে ছয়টি চার ও দুইটি ছক্কা হাঁকিয়ে শতরান পূরণ করেন বাংলাদেশ অলরাউন্ডার। ৪১.৪ ওভারে ২৫০ রানের গণ্ডি পার করে বাংলাদেশ। তবে মিরাজ শেষমেশ রিটায়ার্ড হার্ট হতে বাধ্য হন। তৃতীয় উইকেটে মিরাজদের ১৯৪ রানের পার্টনারশিপ অপরাজিতভাবেই শেষ হয়। তবে মিরাজ আউট হলেও, শান্ত নিজের ইনিংস চালিয়ে যান। গত ম্যাচে শতরান হাতছাড়া করেছিলেন তিনি। এ ম্যাচে তেমনটা হয়নি। নয় চার ও দুই ছক্কার সুবাদে ১০১ বলে নিজের শতরান পূরণ করেন তিনি।

তবে শতরানের পরেই দুর্ভাগ্যবশত ১০৪ রানে রান আউট হন শান্ত। মুশফিকুর রহিমের ১৫ বলে ২৫ রানের আগ্রাসী ইনিংসও রান আউটের মাধ্যমেই শেষ হয়। বাংলাদেশ অধিনায়ক শাকিব শেষের দিকে ১৮ বলে ৩২ রানের একটি ইনিংস খেলে বাংলাদেশকে ৩০০ রানের গণ্ডি পার করান। নির্ধারিত ৫০ ওভারে ৩৩৪ রানে ইনিংস শেষ করে বাংলাদেশ। আফগানদের হয়ে মুজিব ও গুলবদিনই একটি করে উইকেট পান। বাকি তিনটি সাফল্যই আসে রান আউটের রূপে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: শাহিনের বলে প্লে ডাউন হয়েছিলেন, বিরাটকে খােঁচা প্রাক্তন পাক ক্রিকেটারের