৩২ হাজার চাকরি খারিজের মামলায় হাইকোর্টে বহাল রইল সুপ্রিম স্থগিতাদেশ

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ৩২ হাজার চাকরি বাতিলের নির্দেশে সুপ্রিম কোর্টের দেওয়া স্থগিতাদেশ বহাল রাখল কলকাতা হাইকোর্ট। সোমবার বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। এর ফলে মামলাটির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কারও চাকরি যাচ্ছে না।

মে মাসে রাজ্যে ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অ্যাপটিটিউড টেস্ট ছাড়াই তাদের নম্বর দিয়ে চাকরিতে নিয়োগ করা হয়েছিল বলে চাকরি বাতিল করা হয়েছে বলে রায়ে জানান তিনি। সঙ্গে আদালতে নিয়োগে বিভিন্ন দুর্নীতি প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করেন তিনি। আদালতের এই নির্দেশের পরে রাজ্য জুড়ে শোরগোল পড়ে যায়। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন চাকরি খোয়ানোর ভয়ে থাকা শিক্ষকরা। সুপ্রিম কোর্ট বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়ে স্থগিতাদেশ দিয়ে সেই মামলা কলকাতা হাইকোর্টে ফেরত পাঠায়।

সোমবার বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি শুরু হয়েছে। এদিন আদালতে সওয়াল করেন প্রাথমিক শিক্ষা সংসদের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এর পর বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ জানায়, এই মামলায় সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ বজায় থাকবে। এছাড়া এই মামলায় নিম্ন আদালতে যে সব নথি জমা পড়েছে তা চেয়ে পাঠিয়েছেন তিনি। আগামী ৪ অক্টোবর মামলাটির ফের শুনানি হবে বলে জানিয়েছেন আদালত।