Asia Cup: Jasprit Bumrah, Wife Sanjana Ganesan Blessed With Baby Boy

মুম্বই: পাকিস্তান ম্যাচের পরেই তিনি শ্রীলঙ্কা থেকে দেশে ফিরেছিলেন। নেপালের বিরুদ্ধে সোমবারের ম্যাচে খেলছেন না। অবশেষে জানা গেল, কেন টুর্নামেন্টের মাঝপথে তড়িঘড়ি দেশে ফিরেছিলেন যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)।

বাবা হলেন ভারতীয় দলের পেসার। সোমবার বুমরা ও তাঁর স্ত্রী সঞ্জনা গণেশনের পুত্রসন্তান হয়েছে। পাকিস্তান ম্যাচের পরই দেশে ফিরেছিলেন বুমরা। নেপাল ম্যাচে তিনি খেলছেন না। ভারতীয় শিবির থেকে জানানো হয়েছিল, ব্যক্তিগত কারণে দেশে ফিরেছেন বুমরা। 

সোমবার ভারতীয় পেসার নিজে সোশ্যাল মিডিয়ায় সদ্যোজাতর হাতের ছবি পোস্ট করলেন। সঙ্গে লিখলেন, ‘আমাদের ছোট পরিবার বড় হল। আমাদের হৃদয় আজ পরিপূর্ণ। আজ সকালে আমাদের পুত্রসন্তানকে স্বাগত জানিয়েছি। অঙ্গদ যশপ্রীত বুমরাকে পৃথিবীতে স্বাগত। আমরা আনন্দে ডগমগ হয়ে রয়েছি। সন্তানের সঙ্গে সঙ্গে জীবনে আর যা যা হবে, তার জন্য তর সইছে না।’

 

সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তায় ভাসছেন বুমরা ও সঞ্জনা। অনুষ্কা শর্মা অভিনন্দন জানিয়েছেন। শুভেচ্ছাবার্তা দিয়েছেন শিখর ধবন, সূর্যকুমার যাদব, রোহিত শর্মার স্ত্রী রিতিকা। মজার মন্তব্য করেছেন দীনেশ কার্তিক। তিনি লিখেছেন, ‘তোমাদের দু’জনকেই অনেক শুভেচ্ছা। এ বার থেকে শুধু ইয়র্কার নিখুঁত করলে চলবে না, ডায়াপার বদলানোর ব্যাপারেও নিখুঁত হতে হবে।’

গত এক বছর চোটের কারণে খেলতে পারেননি বুমরা। আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে দলে ফেরানো হয়েছিল তাঁকে। চোট সারিয়ে ফিরে সিরিজ় সেরাও হয়েছিলেন বুমরা। পাকিস্তানের বিরুদ্ধে বৃষ্টির কারণে বল করেনি ভারত। তাই দেখা যায়নি বুম বুমকে। নেপালের বিরুদ্ধে পাওয়া যাবে না বুমরাকে। ভারত সুপার ফোরে উঠলে এ বারের এশিয়া কাপে প্রথম বার বল করার সুযোগ পাবেন তিনি।

আরও পড়ুন: তাঁর গোলেই এসেছে খেতাব, ডুরান্ড জয় কাকে উৎসর্গ করলেন ফাইনালের নায়ক পেত্রাতোস?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial