South Africa Vs Australia: Travis Head, Sean Abbott, Marcus Stoinis Subdue South Africa To Seal 3-0 Win For Australia At Durban

ডারবান: ঘরের মাঠে লজ্জার মুখোমুখি হলেন প্রোটিয়ারা। অস্ট্রেলিয়ার কাছে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচেও হারল দক্ষিণ আফ্রিকা (S Africa vs Australia)। যা ওয়ান ডে বিশ্বকাপের আগে প্রোটিয়া শিবিরে উদ্বেগ বাড়াবে বৈকি!

প্রথম দু’টি ম্যাচ জেতায় টি-টোয়েন্টি সিরিজ় আগেই জিতে গিয়েছিল অস্ট্রেলিয়া। শেষ ম্যাচ ছিল কার্যত নিয়মরক্ষার। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার সামনে ছিল হৃত সম্মান কিছুটা হলেও পুনরুদ্ধারের লড়াই। যদিও সেই ম্যাচেও দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে হোয়াইটওয়াশ সম্পূর্ণ করলেন মিচেল মার্শেরা। রবিবার পাঁচ উইকেটে জিতে ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ় জিতল অস্ট্রেলিয়া।

শেষ টি-টোয়েন্টিতে ৪৮ বলে ৯১ রান করে দলকে জেতালেন ট্র্যাভিস হেড। ছ’টি ছক্কা এবং আটটি চার মারেন তিনি। সঙ্গে জর্জ ইংলিশ করলেন ১২ বলে বিধ্বংসী ৪০ রান। প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা ১৯০ রান তুলেছিল। প্রোটিয়াদের হয়ে ডোনোভান ফেরেইরা ২১ বলে ৪৮ রান করেন। রেজা হেনড্রিক্স করেন ৩০ বলে ৪২ রান। অধিনায়ক এডেন মারক্রাম করেন ২৩ বলে ৪১ রান। অস্ট্রেলিয়ার হয়ে শন অ্যাবট নেন চার উইকেট। কিন্তু এত রান তুলেও হারতে হল দক্ষিণ আফ্রিকাকে।

 

যে হারের নেপথ্যে কারণ হিসাবে উঠে আসছে খারাপ ফিল্ডিং। যে দলের ফিল্ডিংকে বিশ্বের সেরা মনে করা হতো, যে দলের হয়ে মাঠ কাঁপিয়েছেন জন্টি রোডসের মতো কিংবদন্তি ফিল্ডার, রবিবার তারাই চার-চারটি ক্যাচ ফেলল। ট্র্যাভিস হেড ও জস ইংলিশের দুটি করে ক্যাচ ফেললেন প্রোটিয়া ফিল্ডাররা।           

৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে এক দিনের সিরিজ়। পাঁচটি এক দিনের ম্যাচ খেলবে দুই দল। বিশ্বকাপের আগে সেই সিরিজ়ে নিজেদের পরীক্ষা করে নেওয়ার সুযোগ পাবে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা।              

আরও পড়ুন: তাঁর গোলেই এসেছে খেতাব, ডুরান্ড জয় কাকে উৎসর্গ করলেন ফাইনালের নায়ক পেত্রাতোস?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial