Teachers’ Day Speech in Bangla: কালই তো শিক্ষক দিবস! কাল স্কুলে কিছু বলতে হবে? এখনই মুখস্থ করে নাও এখান থেকে

আগামিকাল অর্থাৎ ৫ সেপ্টেম্বর স্কুলে শিক্ষক দিবস বা শিক্ষক-শিক্ষাকা দিবস পালিত হবে। এদিন স্কুলে কি এই বিষয় নিয়ে কিছু বলতে হবে? তাহলে এখনই জেনে নাও এই দিনের সেরা টিপস। 

শিক্ষক দিবসের সেরা বক্তৃতা কেমন হতে পারে? রইল এখানে। 

সকল শিক্ষক শিক্ষিকা এবং আমার প্রিয় সহপাঠীদেরকে শিক্ষক দিবসের শুভেচ্ছা, আপনারা সবাই জানেন যে আজ আমরা এখানে ৫ সেপ্টেম্বরকে শিক্ষক দিবস হিসেবে উদযাপন করতে একত্রিত হয়েছি।

আজ ড. সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনও। তিনি একজন সম্মানিত শিক্ষক হিসাবে পরিচিত ছিলেন। সে জন্য তাঁর জন্মদিনকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়।

শিক্ষক দিবস দেশের সকল শিক্ষকশিক্ষিকাদের প্রতি শ্রদ্ধা জানানোর একটি বিশেষ দিন। কারণ শিক্ষকশিক্ষিকারা শিক্ষার্থীদের ব্যক্তিত্ব বিকাশে এবং উজ্জ্বল ভবিষ্যৎ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন । তারা সকল শিক্ষার্থীকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলেন।

শিক্ষকশিক্ষিকারা সব সময়ে ছাত্রদের সন্তানের চেয়ে বেশি ভালোবাসেন, কোনও শিক্ষার্থীর প্রতি বৈষম্য করেন না, সব শিক্ষার্থীর প্রতি সমান মনোযোগ দেন।

আমাদের অভিভাবকরা দেশের সুনাগরিক হওয়ার জন্য আমাদের সবাইকে স্কুলে পাঠান, যদিও একজন শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ তৈরিতে একজন শিক্ষকশিক্ষিকাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাকে সফল করার দায়িত্ব তাঁদেরই ।

প্রাচীনকালে মানুষ ঋষিদের মাধ্যমে শিক্ষা গ্রহণ করত। গুরু শব্দটি একটি সংস্কৃত শব্দ। যার অর্থ শিক্ষক হলেন পথপ্রদর্শক বা যিনি আপনাকে অন্ধকার থেকে আলোতে নিয়ে যান।

আমাদের জীবনের প্রথম শিক্ষক হলেন আমাদের পিতামাতা কারণ শুধুমাত্র আমাদের পিতামাতাই আমাদের জীবন যাপনের সঠিক শিক্ষা দেন। জীবনের সবচেয়ে কঠিন পরিস্থিতিতে কীভাবে সফল হওয়া যায়, তা সকলের শিক্ষা শুধুমাত্র পিতামাতার কাছ থেকে পাওয়া যায়।

গুরু প্রত্যেকের জীবনের জন্য একজন অত্যন্ত মূল্যবান ব্যক্তির মতো। আমাদের শিক্ষকশিক্ষিকারা আমাদের শিক্ষার সঠিক জ্ঞান পেতে সাহায্য করেন। আমাদের সুবিধার জন্য, তিনি আমাদের তিরস্কার করে সঠিক গন্তব্যে নিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং আমাদের সঠিক দিকনির্দেশনাও দেন।

আজ, শিক্ষক দিবসের এই শুভ উপলক্ষ্যে, আমরা সকলে একত্রিত হয়ে সেই সমস্ত শিক্ষকশিক্ষাকাদেরকে সম্মান জানাই।