TMC Assets: সম্পত্তি বৃদ্ধির হারে সবাইকে ছাপিয়ে গেল তৃণমূল, রকেট গতিতে বড়লোক হয়েছে ঘাসফুল শিবির: Report

একলাফে বেড়ে গেল সম্পত্তির পরিমাণ। ২০২১-২২ সালে আটটি জাতীয় দলের তরফে ঘোষিত সম্পত্তির পরিমাণ ৮,৮২৯.১৬ । আর ২০২০-২১ সালে এই মোট সম্পত্তির পরিমাণ ছিল ৭,২৯৭.৬২ কোটি টাকা। অর্থাৎ ২০২১-২২ এই সম্পত্তির পরিমাণ বেশ কিছুটা বেড়েছিল। সংবাদ সংস্থা পিটিআই এডিআর রিপোর্ট তুলে ধরেছে।

অ্য়াসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মের তরফে বিজেপি, কংগ্রেস, এনসিপি, বিএসপি, সিপিআই, সিপিআইএম,তৃণমূল ও এনপিইপির সম্পত্তির পরিমাণ প্রকাশ করা হয়েছে। এবার এডিআর-এর হিসাবটা একবার দেখে নেওয়া যাক।

২০২০-২১ আর্থিক বছরের জন্য বিজেপি ৪৯৯০ কোটি সম্পত্তির পরিমাণ ঘোষণা করেছিল। আর ২০২১-২২ সালে বিজেপি তাদের সম্পত্তির পরিমাণ জানায় ৬,০৪৬.৮১ কোটি টাকা। অর্থাৎ সম্পত্তির পরিমাণ বেড়েছে ২১.১৭ শতাংশ।

২০২০-২১ আর্থিক বছরের জন্য কংগ্রেস ৬৯১.১১ কোটি সম্পত্তির পরিমাণ ঘোষণা করেছিল। আর ২০২১-২২ সালে কংগ্রেস তাদের সম্পত্তির পরিমাণ জানায় ৮০৫.৬৮কোটি টাকা। অর্থাৎ সম্পত্তির পরিমাণ বেড়েছে ১৬.৫৮ শতাংশ।

২০২০-২১ আর্থিক বছরের জন্য তৃণমূলের ঘোষিত সম্পত্তির পরিমাণ ছিল ১৮২.০০১ কোটি টাকার। আর ২০২১-২২ সালে তৃণমূল তাদের সম্পত্তির পরিমাণ জানায় ৪৫৮.১০ কোটি টাকা। অর্থাৎ সম্পত্তির পরিমাণ বেড়েছে ১৫১.৭০ শতাংশ।

অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় তৃণমূলের এই সম্পত্তি বৃদ্ধির পরিমাণ।কার্যত লিফটে চড়ে যেন সম্পত্তি বেড়ে গেল হুস করে। এমনই অবস্থা। এখানেই প্রশ্ন উঠছে বিজেপি ও কংগ্রেসের যে হারে সম্পত্তি বৃদ্ধি হয়েছে তার থেকে তৃণমূলের সম্পত্তি বৃদ্ধির পরিমাণ অনেকটাই বেশি।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, একমাত্র বাংলাতেই ক্ষমতায় রয়েছে তৃণমূল। দেশের আর কোনও রাজ্যে তৃণমূল ক্ষমতায় নেই। তবে বাংলায় তৃণমূলের বিরুদ্ধে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ। তবে এবার তার সঙ্গে সামনে এল সম্পত্তির বৃদ্ধির পরিমাণ।

২০২০-২১ আর্থিক বছরের জন্য বিএসপির ৭৩২.৭৯ কোটি সম্পত্তির পরিমাণ ঘোষণা করেছিল। আর ২০২১-২২ সালে বিএসপি তাদের সম্পত্তির পরিমাণ জানায় ৬৯০.৭১ কোটি টাকা। অর্থাৎ সম্পত্তির পরিমাণ কমেছে ৫.৭৪ শতাংশ। এদিকে সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল সমস্ত রাজনৈতিক দলের সম্পত্তির পরিমাণ যখন বেড়েছে তখন বিএসপির তরফে সম্পত্তির পরিমাণ কমেছে।