মাথায় আকাশ ভেঙে পড়ল দক্ষিণ আফ্রিকার, অবসর ঘোষণা রামধনু দেশের মহাতারকার

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দক্ষিণ আফ্রিকার স্টার উইকেটকিপার-ব্যাটার কুইন্টন ডি কক (Quinton de Kock) বড় ঘোষণা করে দিলেন। চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেললেন রামধনু দেশের মহাতারকা। ডি কক জানিয়ে দিলেন যে, তিনি আর দেশের জার্সিতে একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলবেন না। বছর দুয়েক আগে টেস্ট ক্রিকেটকে বলেছিলেন আলবিদা। এবার পঞ্চাশ ওভারের ফরম্যাট থেকেও নিজেকে গুটিয়ে নিচ্ছেন কুইনি। মাত্র ৩০ বছর বয়সে ডি ককের এই সিদ্ধান্তে চমকে গিয়েছে বাইশ গজ। ভারতের মাটিতে বিশ্বকাপ (ICC ODI World Cup 2023) খেলতে আসার আগে দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। এই সিরিজ ও বিশ্বকাপ খেলেই ডি কক একদিনের আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা বলবেন।

আরও পড়ুন: WATCH | Rohit Sharma: ‘এরকম প্রশ্নে উত্তর দেবই না’! সাংবাদিক বৈঠকে ফুঁসলেন অধিনায়ক, ভিডিয়ো ভাইরাল…

২০২২ সালে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলার মাঝপথেই টেস্ট থেকে অবসর নিয়েছিলেন ডি কক। জীবনের শেষ টেস্টে  দুই ইনিংস মিলিয়ে তিনি ৩৪ ও ২১ রান করেন। ২০১৪ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পোর্ট এলিজাবেথে ডি কক টেস্ট অভিষেক করেন। ৫৪টি টেস্ট খেলে করেছেন ৩৩০০ রান। পেয়েছেন হাফ ডজন সেঞ্চুরি ও ২২টি হাফ সেঞ্চুরি। ডি ককের গড় ৩৮.৮২। উইকেটকিপার হিসাবে ২৩২ বার আউট করানোর অন্যতম কারিগর তিনি। এর মধ্যে ২২১টি ক্যাচ ও ১১টি স্টাম্প রয়েছে। ডি কক চারটি টেস্টে দক্ষিণ আফ্রিকার নেতৃত্বভারও সামলেছেন। ডি কক এখনও পর্যন্ত দেশের হয়ে ১৪০টি ওয়ানডে খেলেছেন। করেছেন ৫৯৬৬ রান। তাঁর কাছে সুযোগ থাকছে ছয় হাজারের বেশি রান করেই ওয়ানডে ছাড়ার। সর্বোচ্চ ১৭৮ রানের ইনিংস খেলেছেন ডি কক। ১৭টি সেঞ্চুরি ও ২৯টি অর্ধ-শতরান করেছেন।

ভারতের মতোই দক্ষিণ আফ্রিকাও মঙ্গলবার বিশ্বকাপের দল ঘোষণা করে দিয়েছে। প্রত্যাশিত ভাবেই নেতৃত্ব দিচ্ছেন টেম্বা বাভুমা। আছেন জেরাল্ড কোয়েটজি, কুইন্টন ডি কক, রেজা হেনরিক্স, মার্কো জানসেন, হেনরিক ক্লাসেন, সিসান্দা মাগালা, কেশব মহারাজ, আইদেন মারক্রম, ডেভিড মিলার, লুঙ্গি নিদি, অ্যানরিখ নোকিয়া, কাগিসো রাবাদা, তাবরেজ শামসি, রাসি ভ্যান ডার ডুসেন।

আরও পড়ুন: India ODI WC 2023 Squad Announcement: বিশ্বকাপের আগুনে দল ঘোষণা ভারতের, বাদ পড়লেন কোন কোন তারকা?

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)