Asia Cup 2023 Asian Cricket Council Confirms Super 4 And Final Will Be Played At Colombo

নয়াদিল্লি: রমরমিয়ে চলছে এশিয়া কাপের (Asia Cup 2023) আসর। গ্রুপ পর্বের খেলা প্রায় শেষ। ৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে সুপার ফোরের লড়াই। এই সুপার ফোরের পাঁচ ম্যাচ ও ফাইনাল কলম্বোতে খেলার কথা। কিন্তু শ্রীলঙ্কার রাজধানীতে বিগত কয়েকদিন ধরে নাগাড়ে বৃষ্টি হওয়ার জেরে ভেন্যু বদলের কথা শোনা যাচ্ছিল। তবে তা হচ্ছে না। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী এশিয়া কাপের ম্যাচগুলি আয়োজিত হতে চলেছে।

ইতিমধ্যেই ক্যান্ডিতে বৃষ্টির জেরে ভারত-পাকিস্তানের ম্যাচ ভেস্তে গিয়েছে। ভারত-নেপাল ম্য়াচেও বিঘ্ন ঘটিয়েছে বৃষ্টি। টুর্নামেন্টের পরের দিকে ম্যাচগুলিতে যাতে এই সমস্যা না হয়, সেই কারণেই ভেন্যু বদলের কথা বলছিলেন অনেকে। বিকল্প হিসাবে হাম্বানতোতার নাম নাম শোনা যাচ্ছিল। যেহেতু হাম্বানতোতায় সম্প্রতি একেবারেই বৃষ্টি হচ্ছে না। সেই কারণেই শ্রীলঙ্কান ক্রিকেটের তরফেও হাম্বানতোতায় ম্যাচ আয়োজনের পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু শেষমেশ শ্রীলঙ্কা ক্রিকেট, পাকিস্তান ক্রিকেট বোর্ড ও টুর্নামেন্ট সম্প্রচারকারী সংস্থার সঙ্গে আলোচনা করে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী কলম্বোতেই সুপার ফোর ও ফাইনাল ম্যাচ আয়োজিত হবে বলে সিদ্ধান্ত নেয় এশিয়ান ক্রিকেট কাউন্সিল (Asian Cricket Council)।

সম্প্রচারকারী সংস্থার তরফে জানানো হয় এই মুহূর্তে সমস্ত সরঞ্জাম এত দ্রুত অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। সেই কারণে কলম্বোতেই ম্যাচগুলি আয়োজিত হবে। সুপার ফোরের প্রথম ম্যাচেই মুখোমুখি হবে পাকিস্তান ও বাংলাদেশ। এই ম্যাচ অবশ্য শ্রীলঙ্কায় নয়, পাকিস্তানের লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে আয়োজিত হবে। সুপার ফোরের শ্রীলঙ্কান লেগ শুরু হবে ১০ সেপ্টেম্বর, রবিবার থেকে। সেই ম্যাচে ফের একবার দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানকে একে অপরের মুখোমুখি হতে দেখা যাবে। 

দুই দলের গত ম্যাচ ভেস্তে যাওয়ার পর এই ম্যাচে কী হয়, সেইদিকেই সকলের নজর। এই ম্যাচের আগে ভারতীয় শিবিরে সুখবর। হালকা চোটের কারণে এশিয়া কাপের দলে থাকলেও, গ্রুপ পর্বের ম্যাচে খেলতে পারেননি তিনি। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে তিনি রিহ্যাব চালাচ্ছিলেন। তবে সম্পূর্ণ ফিট হয়ে তিনি মাঠে নামতে তৈরি। ভারতের নির্বাচকপ্রধান অজিত আগরকর জানান গত দুই দিনে রাহুল দুই ম্যাচ খেলেন এবং সেখানে ৫০ ওভার কিপিংও করেছেন তিনি। রাহুলের পাশাপাশি যশপ্রীত বুমরাও সেই ম্যাচে ভারতীয় দলে ফিরবেন। সন্তানের জন্মের জন্য ভারত-নেপাল ম্যাচের আগেই দেশে ফিরেছিলেন তিনি। তবে তিনি সুপার ফোরের আগে পুনরায় দলে যোগ দেবেন বলেই খবর। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: ‘INDIA’ নয়, দেশের বিশ্বকাপ জার্সিতে থাকুক ‘ভারত’, দাবি সহবাগের