Rishi Sunak: ‘ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে তখনই রাজি হব যদি…’ জানালেন ঋষি সুনক

ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক। মঙ্গলবার তিনি তাঁর টিমকে জানিয়েছেন, যদি গোটা ব্রিটেনের জন্য় ভালো কিছু হয় তবেই ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি করা হবে।

তাঁর মুখপাত্র সাংবাদিকদের জানিয়েছেন, তিনি জানিয়েছেন, একটা উদার বাণিজ্যের বোঝাপড়ার দিকে আমরা এগোচ্ছি। কিন্তু যদি গোটা ব্রিটেনের জন্য় ভালো কিছু হয় তবেই তিনি এনিয়ে এগোব।

এদিকে The Guardian-এর প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, একাধিক সূত্র জানাচ্ছে ব্রিটেনের সঙ্গে ভারতের বাণিজ্য চুক্তি সঙ্গে সঙ্গে ফলপ্রসূ হবে এমনটা নয়। অনেকের মতে ২০২৪ সালের ভোটের আগে বড় কিছু হওয়ার সম্ভাবনা সেভাবে নেই। তবে অনেকের আবার বিশ্বাস যে, এই বছরের শেষের দিকেই বড় কিছু হতে পারে।

এদিকে অপর একটি সূত্র জানাচ্ছে, গত দিওয়ালির সময় এনিয়ে কিছু কথাবার্তা এগিয়েছিল। এদিকে চলতি মাসের প্রথম দিকে সানডে টাইমসের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছিল, ভারত স্কচ হুইস্কি থেকে শুল্ক কমাতে পারে। যদি ব্রিটেনে কর্মরত ভারতীয় কর্মীদের উপর থেকে করের বোঝা কমানো হয়।

এদিকে অনেকেই মনে করেছিলেন ভারত আর ইংল্যান্ডের মধ্য়ে বাণিজ্য চুক্তি হয়তো আর বেশি দূরে নয়। তবে ওয়াকিবহাল মহলের মতে, এখনই এব্যাপারে বিরাট কিছু হয়ে যাবে এমনটা মনে হচ্ছে না। কারণ সম্ভবত ব্রিটেন এনিয়ে ধীরে চলো নীতির ভিত্তিতে চলছে। তবে শেষ পর্যন্ত এই ভারত-ব্রিটেন বাণিজ্য চুক্তির বিষয়টি কতটা ফলপ্রসূ হয় সেদিকেই তাকিয়ে রয়েছেন অনেকেই।

অন্যদিকে জি-২০ সম্মেলনের দিকে তাকিয়ে আছে গোটা বিশ্ব। বিরাট সামিটের আয়োজন করা হচ্ছে ভারতের পক্ষ থেকে।